কালিয়াকৈরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৮০ হাজার টাকা জরিমানা আদায়
- আপডেট টাইম : ০২:৩১:৩৮ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪
- / ৪৩ ৫০০০.০ বার পাঠক
গাজীপুর জেলার কালিয়াকৈর বাজার ও লতিফপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান সোমবার (২১ অক্টোবর) পরিচালিত হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিল আফরোজ এ অভিযান পরিচালনা করেন।
এ সময় কালিয়াকৈর বাজারে অধিক মূল্যে পন্য বিক্রি ও বিএসটিআই অনুমোদন বিহীন পণ্য বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭/৩৮ ধারায় শ্রী বিপদ বজন সাহা (অর্চনা স্টোর) কে নগদ ত্রিশ হাজার এবং উপজেলা সংলগ্ন পশ্চিমপাশে বিসমিল্লাহ জমজম বেকারিতে নোংরা পরিবেশে খাবার পণ্য তৈরির দায়ে ও পঁচা বিস্কুট, রুটি, কেক রাখার দায়ে নগদ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন। এতে মোট জরিমানা আদায় করেন আশি হাজার টাকা।
এ অভিযানে বিএসটিআই এর ফিল্ড অফিসার রিয়াজ হোসেন মোল্লা পণ্য যাচাই করেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক দিল আফরোজ জানান, দ্রব্যমূল্য অধিক মূল্যে বিক্রি ও বিএসটিআই অনুমোদন ছাড়া পণ্য বিক্রি করায় ক্রেতারা ভোগান্তির শিকার হচ্ছে। দোকানিরা যাতে অতিরিক্ত লাভের আশায় অধিক মূল্যে পণ্য বিক্রি ও বিএসটিআই অনুমোদন ছাড়া কোন পণ্য বিক্রি করতে না পারে সেইদিকে উপজেলার প্রতিটি বাজারে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়ে আসছে এবং সকল দোকানি সঠিকভাবে ব্যবসা না করা পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।
এছাড়াও জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক প্রতিটি বাজারে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হবে।