ঢাকা ০২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
সংবাদ শিরোনাম ::
১৬ বছর পর কারামুক্ত বিডিআরের ১৬৮ সদস্য আইএমএফের শর্তে রাজস্ব আহরণে কতটা সফল, জানতে চায় অর্থ বিভাগ আজমিরীগঞ্জে কুশিয়ারার তীরে উদ্ধারকৃত মস্তকবিহীন লাশের দাফন সম্পন্ন  গ্রাহক সেজে সাভার বিআরটিএ কার্যালয়ে দুনীতি দমন কমিশন দুদক অফিসারের অভিযান সাউন্ড থেরাপির উপকারীতা সত্যিই চমকে যাওয়ার মতোই বেক্সিমকো শ্রমিকদের সড়ক অবরোধ মেংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের নির্বাচন বানচালে সক্রিয় আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল প্রদর্শন হুমকি দেওয়া বিমানের সেই ফ্লাইটে তল্লাশি চালিয়ে যা জানাল কর্তৃপক্ষ মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেটের খরচ নিয়ে সুখবর কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র সহ ০২ জন দুর্ধর্ষ সন্ত্রাসী আটক

লকডাউনে রাজশাহী ছাড়ছে মানুষ ॥ সর্বত্র উপচে পড়া ভিড়

সময়ের কন্ঠ ডেস্ক :
  • আপডেট টাইম : ১২:০৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ৪ এপ্রিল ২০২১
  • / ২৪৪ ৫০০০.০ বার পাঠক

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥

সারাদেশে আজ সোমবার থেকে লকডাউন শুরু হচ্ছে। এ লকডাউনের কারণে শনিবার থেকেই রাজশাহী ছাড়তে শুরু করেছে মানুষ। রবিবারও রাজশাহীর রেল ও বাসস্টেশনে মানুষের ভীড় দেখা গেছে। আর বাজার, মার্কে থেকে ব্যাংক সর্বত্র উপচে পড়েছে মানুষ। লকডাউনে বাড়ি ফেরা মানুষের উপচে পড়া ভিড় সবজায়গায়। তবে কোথাও মানা হচ্ছে না কোনো স্বাস্থ্যবিধি।

রাজশাহী নগরীর রেলগেটে সিএনজি স্ট্যান্ডে দুপুরে দেখা গেছে, বাস স্টপগুলোতে যাত্রীদের বাড়তি চাপ। রাজশাহী-নওগাঁসহ অন্যান্য জেলা ও আন্তঃজেলা রুটের অধিকাংশ বাস রেলগেট থেকে ছেড়ে গেছে। এছাড়াও এখানে রয়েছে সিএনজি স্ট্যান্ড। সেখানে কাউকে স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। শুধুমাত্র ট্রাফিক নির্দেশনা ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত কোনো তৎপরতাই চোখে পড়েনি।

সরকার নির্দেশনা অনুযায়ী, অর্ধেক বাস ফাঁকা রেখে যাত্রী নেয়ার কথা। কিছু কিছু বাস এ নিয়ম পালন করলেও অধিকাংশ বাসেই অতিরিক্ত যাত্রী তোলার অভিযোগ মিলেছে। সেই সঙ্গে আদায় করা হচ্ছে বাড়তি ভাড়া। তবে এ নিয়ে কথা বলতে চাননি সেখানকার বাস কাউন্টার মাস্টাররা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাশেদ শুভ্র বলেন, ‘ক্যাম্পাসে গবেষণার কিছু কাজ করতে হচ্ছে। তাই রাজশাহীতে ছিলাম। কিন্তু লকডাউন হওয়ায় রাজশাহীতে আর থাকা সম্ভব নয়। তাই বাড়ি ফিরছি। কিন্তু বাসস্ট্যান্ডে এসে দেখি প্রচন্ড ভিড়। কিন্তু উপায় নেই, বাড়ি ফিরতেই হবে।’

সরকারী নির্দেশনায় বন্ধ হয়ে যাচ্ছে অফিস-আদালত। তাই এই সুযোগে নওগাঁয় নিজের বাড়ি ফিরছেন রাজশাহী কোর্টের আইনজীবী আশরাফুজ্জামান মল্লিক। তিনি বলেন, ‘ সোমবার থেকে লকডাউন। আপাতত এক সপ্তাহ লকডাউনের কথা শোনা গেলেও তা বাড়তে পারে। তাই আগেভাগেই বাড়ি চলে যাচ্ছি।’ এদিকে স্টেশনেও দেখা গেছে অতিরিক্ত যাত্রীর ভিড়।

রাজশাহী রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার আব্দুল করিম বলছেন, ‘করোনার কারণে অর্ধেক যাত্রীর টিকিট দেয়ার নিয়ম হয়েছে। তাই আগের চাইতে স্টেশনে যাত্রী তেমন নেই। তবে অনেকেই টিকিটের আশায় স্টেশনে এসে ভিড় জমাচ্ছেন। তবে স্বাস্থ্যবিধি বজায় রাখার জন্য রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সতর্ক অবস্থানে রয়েছে। ’

বাস স্ট্যান্ডগুলোতে বাড়তি চাপ, অতিরিক্ত ভাড়া আদায় ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের বিষয়ে রাজশাহীর অতরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক বলেন, ‘গত বছরের লকডাউনে মানুষ যতটা সচেতন ছিল, এবার সেই সচেতনতা মানুষের মাঝে দেখা যাচ্ছে না। তবুও জেলা প্রশাসনের পক্ষ থেকে মানুষকে যতটা সম্ভব সচেতন করার চেষ্টা করছি। আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে আইন প্রয়োগ করছি। এমনকি নিয়মিত ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করছি’।

গণপরবিহনে স্বাস্থ্যবিধি নিশ্চিতের প্রসঙ্গে তিনি বলেন, কিছু বাস দেখেছি যেগুলো নিয়ম মেনে চলাচল করছে। আর যারা মানছেন না তাদের বিষয়ে বাস মালিক ও চালকদের সঙ্গে কথা বলেছি।’ এদিকে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় ১৪২ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ দিনে বিভাগে সুস্থ হয়েছেন ৩০ জন।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

লকডাউনে রাজশাহী ছাড়ছে মানুষ ॥ সর্বত্র উপচে পড়া ভিড়

আপডেট টাইম : ১২:০৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ৪ এপ্রিল ২০২১

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥

সারাদেশে আজ সোমবার থেকে লকডাউন শুরু হচ্ছে। এ লকডাউনের কারণে শনিবার থেকেই রাজশাহী ছাড়তে শুরু করেছে মানুষ। রবিবারও রাজশাহীর রেল ও বাসস্টেশনে মানুষের ভীড় দেখা গেছে। আর বাজার, মার্কে থেকে ব্যাংক সর্বত্র উপচে পড়েছে মানুষ। লকডাউনে বাড়ি ফেরা মানুষের উপচে পড়া ভিড় সবজায়গায়। তবে কোথাও মানা হচ্ছে না কোনো স্বাস্থ্যবিধি।

রাজশাহী নগরীর রেলগেটে সিএনজি স্ট্যান্ডে দুপুরে দেখা গেছে, বাস স্টপগুলোতে যাত্রীদের বাড়তি চাপ। রাজশাহী-নওগাঁসহ অন্যান্য জেলা ও আন্তঃজেলা রুটের অধিকাংশ বাস রেলগেট থেকে ছেড়ে গেছে। এছাড়াও এখানে রয়েছে সিএনজি স্ট্যান্ড। সেখানে কাউকে স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। শুধুমাত্র ট্রাফিক নির্দেশনা ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত কোনো তৎপরতাই চোখে পড়েনি।

সরকার নির্দেশনা অনুযায়ী, অর্ধেক বাস ফাঁকা রেখে যাত্রী নেয়ার কথা। কিছু কিছু বাস এ নিয়ম পালন করলেও অধিকাংশ বাসেই অতিরিক্ত যাত্রী তোলার অভিযোগ মিলেছে। সেই সঙ্গে আদায় করা হচ্ছে বাড়তি ভাড়া। তবে এ নিয়ে কথা বলতে চাননি সেখানকার বাস কাউন্টার মাস্টাররা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাশেদ শুভ্র বলেন, ‘ক্যাম্পাসে গবেষণার কিছু কাজ করতে হচ্ছে। তাই রাজশাহীতে ছিলাম। কিন্তু লকডাউন হওয়ায় রাজশাহীতে আর থাকা সম্ভব নয়। তাই বাড়ি ফিরছি। কিন্তু বাসস্ট্যান্ডে এসে দেখি প্রচন্ড ভিড়। কিন্তু উপায় নেই, বাড়ি ফিরতেই হবে।’

সরকারী নির্দেশনায় বন্ধ হয়ে যাচ্ছে অফিস-আদালত। তাই এই সুযোগে নওগাঁয় নিজের বাড়ি ফিরছেন রাজশাহী কোর্টের আইনজীবী আশরাফুজ্জামান মল্লিক। তিনি বলেন, ‘ সোমবার থেকে লকডাউন। আপাতত এক সপ্তাহ লকডাউনের কথা শোনা গেলেও তা বাড়তে পারে। তাই আগেভাগেই বাড়ি চলে যাচ্ছি।’ এদিকে স্টেশনেও দেখা গেছে অতিরিক্ত যাত্রীর ভিড়।

রাজশাহী রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার আব্দুল করিম বলছেন, ‘করোনার কারণে অর্ধেক যাত্রীর টিকিট দেয়ার নিয়ম হয়েছে। তাই আগের চাইতে স্টেশনে যাত্রী তেমন নেই। তবে অনেকেই টিকিটের আশায় স্টেশনে এসে ভিড় জমাচ্ছেন। তবে স্বাস্থ্যবিধি বজায় রাখার জন্য রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সতর্ক অবস্থানে রয়েছে। ’

বাস স্ট্যান্ডগুলোতে বাড়তি চাপ, অতিরিক্ত ভাড়া আদায় ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের বিষয়ে রাজশাহীর অতরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক বলেন, ‘গত বছরের লকডাউনে মানুষ যতটা সচেতন ছিল, এবার সেই সচেতনতা মানুষের মাঝে দেখা যাচ্ছে না। তবুও জেলা প্রশাসনের পক্ষ থেকে মানুষকে যতটা সম্ভব সচেতন করার চেষ্টা করছি। আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে আইন প্রয়োগ করছি। এমনকি নিয়মিত ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করছি’।

গণপরবিহনে স্বাস্থ্যবিধি নিশ্চিতের প্রসঙ্গে তিনি বলেন, কিছু বাস দেখেছি যেগুলো নিয়ম মেনে চলাচল করছে। আর যারা মানছেন না তাদের বিষয়ে বাস মালিক ও চালকদের সঙ্গে কথা বলেছি।’ এদিকে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় ১৪২ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ দিনে বিভাগে সুস্থ হয়েছেন ৩০ জন।