লকডাউনে শেয়ারবাজারে দুই ঘন্টা লেনদেন
- আপডেট টাইম : ১১:৫২:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৪ এপ্রিল ২০২১
- / ২৭২ ৫০০০.০ বার পাঠক
অর্থনৈতিক রিপোর্টার ॥
শেয়ারবাজারে কাল সোমবার থেকে লেনদেন হবে দুই ঘণ্টা। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ লেনদেন চলবে। ব্যাংকের লেনদেন কমিয়ে আনার কারণে শেয়ারবাজারে লেনদেনের নতুন এ সময়সীমা নির্ধারণ করা হয়েছে। লকডাউনে ব্যাংকের লেনদেনের সময়সীমা সকাল ১০টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ব্যাংকের লেনদেনের সময়সীমা সীমিত করায় শেয়ারবাজারের লেনদেনের সময়সীমাও সীমিত করা হয়েছে। নতুন সিদ্ধান্তের ফলে শেয়ারবাজারে সোমবার থেকে লেনদেন হবে দুই ঘণ্টা।
গত বছর লকডাউনে ব্যাংকের কার্যক্রম সীমিত আকারে চললেও শেয়ারবাজার টানা ৬৬দিন বন্ধ ছিল। কিন্তু আন্তর্জাতিক শেয়ারবাজারের সঙ্গে তাল মেলাতে এবার আর শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে না বলে আগেই নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছিল।