দরিদ্র মানুষের পাশে থেকে কাজ করতে চাই: জহিরুল ইসলাম।
- আপডেট টাইম : ১২:৫৩:৪০ অপরাহ্ণ, সোমবার, ৭ অক্টোবর ২০২৪
- / ২০ ৫০০০.০ বার পাঠক
পটুয়াখালীর দুমকিতে জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা বিএনপির অন্যতম সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মো: জহিরুল ইসলাম খোকন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, তৃণমূলে জনসাধারণের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করতে চাই। আমার রাজনীতির মূল লক্ষ্যই হচ্ছে অসহায় হতদরিদ্র মানুষের ভাগ্যের উন্নয়ন করা।
শনিবার দুপুরে আন্তজার্তিক শিক্ষক দিবস উপলক্ষে
দুমকী উপজেনা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ সাহিন মাহমুদ এর হাতে শিক্ষকদের জন্য উপহার হিসাবে পোলো শার্ট প্রদান করে সবার উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমি যতদিন বেঁচে আছি ইনশাআল্লাহ এই আমার জন্মভূমি তথা দুমকি উপজেলার মানুষের জন্য কিছু করতে চাই।
আমি মনে করি একজন রাজনীতিবিদ ও ব্যবসায়ী যদি চান তবে রাজনীতির মাধ্যমে মানুষের কাছে শ্রদ্ধাভাজন ও আস্থাভাজন হয়ে উঠতে পারে। রাজনীতি করি দেশের মানুষের জন্য, নিজের জন্য নয়। মানুষের সমস্যা জানার ও তা সমাধানে চেষ্টার করার জন্য। কেননা রাজনীতি নিজের সুবিধার জন্য নয়, আমরা রাজনীতিতে আত্মনিয়োগ করেছি দেশবাসীর কল্যাণের জন্যই। তাই আমার রাজনীতির লক্ষ্য দেশ, সমাজ ও দুমকির মানুষের কল্যাণ করা।
তাই উপজেলার সর্বস্তরের মানুষের পাশে থেকে কাজ করার লক্ষে সবার সহযোগিতা কামনা করছি।