বিরামপুরে পল্লিতে ধানক্ষেত থেকে আদবাসী মহিলার লাশ উদ্ধার
- আপডেট টাইম : ১০:৪৫:৪৫ পূর্বাহ্ণ, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
- / ৫১ ৫০০০.০ বার পাঠক
দিনাজপুরের বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের সন্দলপুর এলাকায় ধানক্ষেত থেকে এক আদিবাসী মহিলার লাশ উদ্ধার করেছে বিরামপুর থানা পুলিশ। গতকাল ২১শে সেপ্টেম্বর শনিবার উক্ত সন্দলপুর এলাকার লোকজন মাঠে গরু চরাইতে গেলে লাশ দেখতে পেয়ে বিরামপুর থানায় সংবাদ দিলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উক্ত আদিবাসী মহিলার লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে হাসপাতালের মর্গে প্রেরন করেন।
এবিষয়ে বিরামপুর থানার পুলিশ মামলার আইও এস,আই এরশাদ জানান, ২১ সেপ্টেম্বর শনিবার দুপুরে ৩৫ বছর বয়সী চৈতী পাহানকে মৃত অবস্থায় উপজেলার খানপুর ইউনিয়নের সন্দলপুর এলাকার কাঁচা রাস্তার পাশের আমন ধানখেতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছেন।
তিনি আরো জানান, এ বিষয়ে ঘটনার দিন বিরামপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের হয়েছে। বিরামপুর থানায় মামলা নং -১০। তদন্ত সাফেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন।
সংবাদ পেয়ে দিনাজপুর জেলা নবাগত পুলিশ সুপার নাজমুল হাসান বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মঞ্জুরুল ইসলাম, থানা ওসি (তদন্ত) মমিনুল হক সহ দায়ীত্বপ্রাপ্ত কর্মকতাআবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন