ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
সংবাদ শিরোনাম ::
গণহত্যায় শহীদ পরিবার পাবে ৫ লাখ টাকা বরাবর, মাননীয় – প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং সেনাপ্রধান – বাংলাদেশ সেনাবাহিনী মঠবাড়িয়া পৌরসভার সারে ৫১ কোটি টাকার পানি প্রকল্পে অর্থ আত্মসাৎ আগারগাঁও-মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ মোদি অসাধারণ, তার সঙ্গে বৈঠক আগামী সপ্তাহে: ট্রাম্প অনুপস্থিত পুলিশ সদস্যদের চাকরিতে যোগদান করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেল সেনাবাহিনী উচ্ছ্বসিত যুবকেরা একটি পুলের মধ্যে আনন্দে মেতেছে, কেউ কেউ গায়ে সাবান মেখে উল্লাস করছে ময়মনসিংহে জিএম কাদের এর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

আমি স্রোতের উল্টো চলি

বিশেষ প্রতিনিধি ঢাকা,
  • আপডেট টাইম : ১১:১৬:১৫ পূর্বাহ্ণ, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
  • / ৪ ৫০০০.০ বার পাঠক

আমার কলম
সেই স্রোতের বিরুদ্ধে কথা বলে,
যেই স্রোত
জনতার ভিটা- বাড়ি ভেঙ্গে চলে।

যেই স্রোত বাবার জন্য দীর্ঘশ্বাস
আর মায়ের জন্য আর্তনাদ,
আপন ঠিকানায় চলে যায় সে
ভেঙ্গে নিয়ে যায় সকল বাঁধ।

যেই স্রোত
নিজের স্বার্থ খুঁজতে গিয়ে,
কোটি মানুষের প্রাণ কেড়ে নেয়,
আমার কলম
সেই স্রোতের বিরুদ্ধে কথা বলে।

অনেকে আবার আমাকে প্রশ্ন করে
তুমি কেনো স্রোতের উল্টো চলো?
জবাবে আমি হেসে বলি,
স্রোতের গতিতে ভেসে যায় লাশ
তার কি জবাব আছে বলো?

আমি তো জলজ্যান্ত একজন মানুষ,
লড়াই করেছে মায়ের গর্ভে
দেখেছি দুনিয়ার আলো,
সুস্থ মস্তিষ্ক রয়েছে আমার
খুঁজতে ভালো আর কালো।

জন্ম মৃত্যুর মাঝখানে রয়েছে
সফলতার স্বপ্ন,
সঠিক চিন্তা না করিলে
কিভাবে চিনবো রত্ন?

স্রোতের গতিতে চলতে গিয়ে
পরতে পারি বিপদে,
বাঁচার জন্য চলছি আমি
স্রোতের উল্টো পথে।

সাগর কিংবা ভয়ানক নদীতে
স্রোতের হবে সমাপ্ত,
স্রোতের গতিতে চলতে গিয়ে
হবো আমি বিপদগ্রস্ত।

তাই তো বলছি শোনো,
সেই স্রোত ভয়ানক রুপে সাধারণ মানুষের
প্রতিটা করে থাকে বেশি,
সেই স্রোতের বিরুদ্ধে ধরতে কলম
আমি ভালোবাসি।

আমি স্রোতের উল্টো চলি
সত্য ন্যায়ের কথা বলি,
দেশের স্বার্থে কাব্য লিখে
কলমের কালি হয় কামানের গুলি।

আমি দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার
সকল তাবেদার হয়ে যাও হুশিয়ার,
আমি উন্মাদ, আমি উম্মাদ-
সত্যেরে নেশায় হয়েছি মাতাল
পথ খুঁজে পাই নাকো পালাবার।

আমি অবসর নিতে চাই কলম যুদ্ধ থেকে
বিবেকের কাছে আমি দায়বদ্ধ,
প্রান্ত হৃদয় নিয়ে যাই যখন বিশ্রামে
তখনই হই আমি প্রশ্নবিদ্ধ।

সে যেনো এসে অদৃশ্য রূপে
ধিক্কার দিয়ে বলছি আমি পরাজিত,
হতাশাগ্রস্ত হৃদয় হক বাতিলের লড়াইয়ে
আমার কলম করেছে মাথা নত।

বিদ্রোহী কন্ঠ তখনেই জেগে উঠে
বজ্র ধ্বনিতে হয় রূপান্তরিত,
আমি নজরুলের চেতনায় উজ্জীবিত সৈনিক
আমি নহে পরাজিত।

কবি,সাহিত্যিক ও সাংবাদিক ঢাকা

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

আমি স্রোতের উল্টো চলি

আপডেট টাইম : ১১:১৬:১৫ পূর্বাহ্ণ, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪

আমার কলম
সেই স্রোতের বিরুদ্ধে কথা বলে,
যেই স্রোত
জনতার ভিটা- বাড়ি ভেঙ্গে চলে।

যেই স্রোত বাবার জন্য দীর্ঘশ্বাস
আর মায়ের জন্য আর্তনাদ,
আপন ঠিকানায় চলে যায় সে
ভেঙ্গে নিয়ে যায় সকল বাঁধ।

যেই স্রোত
নিজের স্বার্থ খুঁজতে গিয়ে,
কোটি মানুষের প্রাণ কেড়ে নেয়,
আমার কলম
সেই স্রোতের বিরুদ্ধে কথা বলে।

অনেকে আবার আমাকে প্রশ্ন করে
তুমি কেনো স্রোতের উল্টো চলো?
জবাবে আমি হেসে বলি,
স্রোতের গতিতে ভেসে যায় লাশ
তার কি জবাব আছে বলো?

আমি তো জলজ্যান্ত একজন মানুষ,
লড়াই করেছে মায়ের গর্ভে
দেখেছি দুনিয়ার আলো,
সুস্থ মস্তিষ্ক রয়েছে আমার
খুঁজতে ভালো আর কালো।

জন্ম মৃত্যুর মাঝখানে রয়েছে
সফলতার স্বপ্ন,
সঠিক চিন্তা না করিলে
কিভাবে চিনবো রত্ন?

স্রোতের গতিতে চলতে গিয়ে
পরতে পারি বিপদে,
বাঁচার জন্য চলছি আমি
স্রোতের উল্টো পথে।

সাগর কিংবা ভয়ানক নদীতে
স্রোতের হবে সমাপ্ত,
স্রোতের গতিতে চলতে গিয়ে
হবো আমি বিপদগ্রস্ত।

তাই তো বলছি শোনো,
সেই স্রোত ভয়ানক রুপে সাধারণ মানুষের
প্রতিটা করে থাকে বেশি,
সেই স্রোতের বিরুদ্ধে ধরতে কলম
আমি ভালোবাসি।

আমি স্রোতের উল্টো চলি
সত্য ন্যায়ের কথা বলি,
দেশের স্বার্থে কাব্য লিখে
কলমের কালি হয় কামানের গুলি।

আমি দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার
সকল তাবেদার হয়ে যাও হুশিয়ার,
আমি উন্মাদ, আমি উম্মাদ-
সত্যেরে নেশায় হয়েছি মাতাল
পথ খুঁজে পাই নাকো পালাবার।

আমি অবসর নিতে চাই কলম যুদ্ধ থেকে
বিবেকের কাছে আমি দায়বদ্ধ,
প্রান্ত হৃদয় নিয়ে যাই যখন বিশ্রামে
তখনই হই আমি প্রশ্নবিদ্ধ।

সে যেনো এসে অদৃশ্য রূপে
ধিক্কার দিয়ে বলছি আমি পরাজিত,
হতাশাগ্রস্ত হৃদয় হক বাতিলের লড়াইয়ে
আমার কলম করেছে মাথা নত।

বিদ্রোহী কন্ঠ তখনেই জেগে উঠে
বজ্র ধ্বনিতে হয় রূপান্তরিত,
আমি নজরুলের চেতনায় উজ্জীবিত সৈনিক
আমি নহে পরাজিত।

কবি,সাহিত্যিক ও সাংবাদিক ঢাকা