ঢাকা ০৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
সংবাদ শিরোনাম ::
বিরামপুরে এক পা ওয়ালা শিশু সহ জমজ শিশু জন্ম দিলো এক প্রসুতি মা সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই চোরাকারবারি গ্রেফতার,ট্রাকসহ ২১ লক্ষ টাকার ভারতীয় চিনি জব্দ ভন্ড ও দুর্নীতিবাজদের আড্ডাখানা রাজধানী উন্নয়ন কতৃপক্ষ আজমিরীগঞ্জে আউট অব স্কুল চিল্ড্রেন এডুকেশন এর উদ্যেগে মহান স্বাধীনতা দিবস উদযাপন ইবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি প্রস্তুত, দ্রুত হতে পারে ঘোষণা হল-অনুষদ সম্মেলন ঈদের পর মোংলায় ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ইবি সাইন্স ক্লাবের সভাপতি নিরব, সম্পাদক জুনাইদ ইবিতে স্বাধীনতা দিবসে বিনামূল্যে উন্নতমানের খাবার পাচ্ছেন আবাসিক শিক্ষার্থীরা পঞ্চগড়ের সুগারমিল চালু হলে কর্মসংস্থান ফিরে পাবে শ্রমিকরা, সচল হবে জেলার অর্থনীতি জামালপুরে খেজুরের বাজার অস্থির\ সিন্ডিকেটের জালে বন্দী খেজুর বাজার

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন বাজারে অগ্নিকাণ্ড ॥ নিহত ৩

উখিয়ায় রিপোর্টার।।

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প সংলগ্ন কুতুপালং বাজারে অগ্নিকাণ্ডে তিনজনের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন কয়েকজন।

উখিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা ইমদাদুল হক জানান, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে রাজাপালং ইউনিয়নের কুতুপালং বাজারে আগুন লাগার পর প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে তা নিয়ন্ত্রণে আনা হয়।

ততক্ষণে বেশ কিছু দোকান ও স্থাপনা পুড়ে যায় এবং ফায়ার সার্ভিস কর্মীরা তিনজনের লাশ উদ্ধার করে বলে উখিয়া থানার ওসি মো. সঞ্জুর মোর্শেদ জানান।

নিহতরা হলেন- আমান উল্লাহ (২০) ফরিদুল ইসলাম (২৫) ও মো. আইয়াস (২২)। তাদের মধ্যে আইয়াস ১০ নম্বর কুতুপালং ক্যাম্পের জি-ব্লকের মোহাম্মদ সাকের মাঝির ছেলে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা ইমদাদুল বলেন, কুতুপালং বাজারে একটি দোকানে আগুন লাগার পর তা ছড়িয়ে পড়ে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হল, সে বিষয়ে এখনও তারা নিশ্চিত নন।

“আগুন লাগলে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে আমাদের দুটি ইউনিট স্থানীয়দের সহায়তায় চেষ্টা চালিয়ে ভোর সোয়া ৫টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তিনজনের মৃতদেহ আমরা উদ্ধার করেছি, আহতদের উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্পের স্থানীয় বিভিন্ন হাসপাতাল এবং উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।”

অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত করা হবে বলে জানান ইমদাদুল।

গত মাসের ২২ তারিখ কক্সবাজারের উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। সরকারি হিসেবে সেই অগ্নিকাণ্ডে ১১ জনের মৃত্যু হয়, ৯ হাজার ৩০০ পরিবারের আনুমানিক ৪৫ হাজার মানুষ ঘরহারা হয়ে পড়ে।

আরো খবর.......

জনপ্রিয় সংবাদ

বিরামপুরে এক পা ওয়ালা শিশু সহ জমজ শিশু জন্ম দিলো এক প্রসুতি মা

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন বাজারে অগ্নিকাণ্ড ॥ নিহত ৩

আপডেট টাইম : ০৭:২৬:২৩ পূর্বাহ্ণ, শুক্রবার, ২ এপ্রিল ২০২১

উখিয়ায় রিপোর্টার।।

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প সংলগ্ন কুতুপালং বাজারে অগ্নিকাণ্ডে তিনজনের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন কয়েকজন।

উখিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা ইমদাদুল হক জানান, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে রাজাপালং ইউনিয়নের কুতুপালং বাজারে আগুন লাগার পর প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে তা নিয়ন্ত্রণে আনা হয়।

ততক্ষণে বেশ কিছু দোকান ও স্থাপনা পুড়ে যায় এবং ফায়ার সার্ভিস কর্মীরা তিনজনের লাশ উদ্ধার করে বলে উখিয়া থানার ওসি মো. সঞ্জুর মোর্শেদ জানান।

নিহতরা হলেন- আমান উল্লাহ (২০) ফরিদুল ইসলাম (২৫) ও মো. আইয়াস (২২)। তাদের মধ্যে আইয়াস ১০ নম্বর কুতুপালং ক্যাম্পের জি-ব্লকের মোহাম্মদ সাকের মাঝির ছেলে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা ইমদাদুল বলেন, কুতুপালং বাজারে একটি দোকানে আগুন লাগার পর তা ছড়িয়ে পড়ে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হল, সে বিষয়ে এখনও তারা নিশ্চিত নন।

“আগুন লাগলে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে আমাদের দুটি ইউনিট স্থানীয়দের সহায়তায় চেষ্টা চালিয়ে ভোর সোয়া ৫টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তিনজনের মৃতদেহ আমরা উদ্ধার করেছি, আহতদের উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্পের স্থানীয় বিভিন্ন হাসপাতাল এবং উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।”

অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত করা হবে বলে জানান ইমদাদুল।

গত মাসের ২২ তারিখ কক্সবাজারের উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। সরকারি হিসেবে সেই অগ্নিকাণ্ডে ১১ জনের মৃত্যু হয়, ৯ হাজার ৩০০ পরিবারের আনুমানিক ৪৫ হাজার মানুষ ঘরহারা হয়ে পড়ে।