আর্থিক স্বাক্ষরতা দিবস কর্মসূচি পালিত হল অগ্রণী ব্যাংক পিএলসি, পাথরঘাটা শাখা,
- আপডেট টাইম : ০২:২৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪
- / ৫৭ ৫০০০.০ বার পাঠক
সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে ব্যাংকিং ও সঞ্চয়ে আগ্রহী করে তোলার মাধ্যমে তাদের জীবনমান উন্নত করার লক্ষ্যে অগ্রণী ব্যাংক পিএলসি , পাথরঘাটা শাখা, বরগুনায় ০৪ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখ পালিত হলো আর্থিক সাক্ষরতা দিবস। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নূরুল হুদা, মহাব্যবস্থাপক, অগ্রণী ব্যাংক পিএলসি, বরিশাল সার্কেল, বরিশাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ এ এম মাজহারুল কবির, সহকারী মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান, অগ্রণী ব্যাংক পিএলসি, পটুয়াখালী অঞ্চল, পটুয়াখালী। সভাপতি হিসেবে জনাব মোঃ রফিকুল ইসলাম, প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক, অগ্রণী ব্যাংক পিএলসি, পাথরঘাটা শাখা, বরগুনা অনুষ্ঠানটি পরিচালনা করেন। এছাড়া পাথরঘাটা বিএফডিসি মৎস্য ব্যবসায়ীগন, বরফ মিল মালিকগন, পাথরঘাটা পৌরসভার ব্যবসায়ীগণসহ, প্রান্তিক পর্যায়ের গ্রাহক উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করে তোলেন।