আ.লীগের সংবিধানকেই বাংলাদেশের সংবিধান করা হয়েছিল: হাসনাত আব্দুল্লাহ
- আপডেট টাইম : ১২:৩৭:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪
- / ৮৮ ৫০০০.০ বার পাঠক
হাসনাত আব্দুল্লাহ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ১৯৭১ সালে স্বাধীনতার পর আওয়ামী লীগের সংবিধানকেই আমাদের সংবিধান করা হয়েছিল।
কেউ যৌক্তিক দাবি করলে তাকে ট্যাগিং ও ব্লেমিং এর কাজ এতদিন করেছে আওয়ামীলীগ। মুজিববাদকে আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল। বাংলাদেশে আওয়ামী লীগ একটি আলাদা ধর্ম তৈরি করেছেন। পোষাকে খাবারে সব জায়গায় আওয়ামী ধর্ম চালু করেছিল। বঙ্গবন্ধুকে রাজনৈতিক নবী হিসেবে তৈরি করা হয়েছিল।
বুধবার (৪ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে এ ঘোষণা এ কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। এসময় তার সঙ্গে ছিলেন সমন্বয়ক সারজিস আলম, আবু বাকের মজুমদারসহ কয়েকজন সমন্বয়ক ও সহ-সমন্বয়ক।
সংবাদ সম্মেলনে আরেক সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন, জাতীয় নিরাপত্তার জন্য কাজ করবে ছাত্র আন্দোলন। তবে আইন নিজের কাঁধে তুলে নেয়া যাবে না। আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, যারা হত্যার সাথে জড়িত তাদের ছাড় দেয়া হবে না। তাদের চিহ্নিত করতে আমরা একটি টিম গঠন করছি। জনগণ যেভাবে চায়, সেভাবে গঠন হবে আগামীর বাংলাদেশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দেশব্যাপী পুনর্গঠিত হবে। উদ্দেশ্য হবে চাঁদাবাজি, দুর্নীতি প্রতিরোধ।