মঠবাড়িয়ায় বন্যা কবলিত মানুষের জন্য সংগৃহীত ফান্ড হস্তান্তর
- আপডেট টাইম : ০৫:০৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪
- / ৮৭ ৫০০০.০ বার পাঠক
পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবী ফোরামের উদ্যোগে বন্যা কবলিত মানুষের সহায়তার জন্য সংগৃহীত ফান্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুল কাইয়ূম এর কাছে হস্তান্তর করা হয়েছে।
স্বেচ্ছাসেবী ফোরামের সদস্যরা ইউএনও’র কার্যালয়ে উপস্থিত হয়ে সংগৃহীত ফান্ড হস্তান্তর করছেন। এ সময় উপস্থিত ছিলেন মঠবাড়ীয়া স্বেচ্ছাসেবী ফোরামের সদস্যবৃন্দ ও ইউএনও আব্দুল কাইয়ুম।
উল্লেখ্য, সাম্প্রতিক বন্যায় ফেনী,৷ নোয়াখালি সহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ চরম দুর্ভোগে পড়েছে। স্বেচ্ছাসেবী ফোরামের সদস্যরা মানুষের পাশে দাঁড়াতে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন এবং এ ফান্ডটি তারই একটি অংশ। অর্থ সংগ্রহের পাশাপাশি তারা কাপড় ও অন্যান্য সামগ্রী সংগ্রহ করেন।
ইউএনও আব্দুল কাইয়ুম ফান্ড গ্রহণ করে স্বেচ্ছাসেবী ফোরামের সদস্যদের ধন্যবাদ জানান এবং বন্যা কবলিত মানুষের সহায়তায় এই ফান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।