সংবাদ শিরোনাম ::
আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়নের ইউপি সদস্য পদপ্রার্থী হাজি এম এ কালাম মাদবরের জয়জয়কার
সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ০৯:২০:৪০ পূর্বাহ্ণ, সোমবার, ২৯ মার্চ ২০২১
- / ২৫৫ ৫০০০.০ বার পাঠক
মোঃ শামছুল আলম রিপোর্টার।।
আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়নের ইউপি সদস্য পদপ্রার্থী,হাজি এম এ কালাম মাদবরের জনপ্রিয়তায় জয়জয়কার।এলাকার গরিব দুঃখী হতদরিদ্র মেহনতি মানুষের নয়নের মণি হাজি এম এ কালাম মাদবর।তার জনপ্রিয়তায় ঈষান্নীত হয়ে এক শ্রেনীর কুচক্রী মহল, তাকে হেয়প্রতিপন্ন করার জন্য মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সংবাদ উত্থাপন করেছেন,যা আদৌ সত্য নয়।এলাকাবাসী সকল শ্রেনী পেশার মানুষ,গণমাধ্যমকর্মীদের ক্যামেরার সামনে ২৮/ ০৩/২০২১ ইয়ারপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড হামিম গ্রুপের ৩ নং গেইট সংলগ্ন দুপুর ১২ টার সময়।সরোজমিনে পর্যবেক্ষন করলে বেরিয়ে আসেন চাঞ্চল্যকর তথ্য।হাজি এম এ কালাম মাদবরের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষ এবং কুচক্রী মহলেরা সড়যন্রের ফাঁদ পেতেছেন।বললেন এলাকার শিশু বৃদ্ধা ময়মুরুব্বি সকলে।হামিম গ্রুপের তিন নং গেইট সংলগ্ন সকল দোকান পশারী ও সাধারন জনতা গার্মেন্টস কর্মীরা প্রকাশ্য বলেন।কোনো রকম ঘটনা তারা যানেননা এবং মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।এমন জনপ্রিয় ব্যাক্তির সম্মান যারা নষ্ট করছে তাদের আইনের আওতায় আনতে প্রশাসনের দৃষ্টি কামনা।হাজি এম এ কালাম মাদবর বলেনঃসামনে ইউনিয়ন নির্বাচন আমি ৬ নং ওয়ার্ডের পদপ্রার্থী, আমার জনপ্রিয়তা দেখে রাজনৈতিক প্রতিপক্ষ আমাকে হেয়প্রতিপন্ন করতে অপশক্তির মাস্টার প্লান তৈরি করেছেন।উন্নয়নের বাঁধা জাতির সত্রু যতই অকৌশল অবলম্বন করুক না কেনো আমি আমার দায়িত্ব থেকে বিন্দুমাত্র পিছপা হবোনা।আমি গণমাধ্যমকর্মীরকে বলবো আপনারা একটু সময় নিয়ে তদন্ত পর্যবেক্ষন করুন সত্য সততা নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করুন।আপনার একটা ভূল লেখোনিতে একটা সুন্দর মানুষের সম্মান নস্ট করবেন না।আসুন সংঘাত নয় সমাধান চাই।আমার রাজনৈতিক বিষয় নিয়ে এবং সার্বিক বিষয় নিয়ে যদি কারো কোনো অভিযোগ অনুযোগ বা পরামর্শ থাকে তাহলে আপনারা আমাকে নির্দ্বিধায় নির্সংকোচে বলতে পারেন আমি তা আমার সাধ্যমত সমাধানের চেষ্টা করে জাব ইনশাআল্লাহ।আসুন একে অপরের সহযোগিতা করি সুখী সুন্দর জীবন গড়ি।
আরো খবর.......