ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে ট্রাক চাপায় এক পোশাক শ্রমিক নিহত, আহত তিন: মহাসড়ক অবরোধ সায়েন্সল্যাবে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ চিকিৎসককে ধর্ষণ-হত্যায় বিক্ষোভ পশ্চিমবঙ্গে বাংলাদেশের মতো পরিস্থিতি হবে না: মমতা ফুলবাড়ীতে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা চালুর দুইদিনের মধ্যেই বন্ধ হলো বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন যদি আওয়ামী লীগকে দেখেন, রাস্তায় পিটিয়ে মারবেন: ছাত্রদল নেতা কালিয়াকৈরে দুই সহোদরের হাতে বন্ধু খুন অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ রংপুরে আবু সাঈদ হত্যায় অভিযুক্ত ২ পুলিশ সদস্য গ্রেপ্তার বরখাস্ত এই দুই সদস্য পুলিশ লাইনে নজরদারিতে ছিলেন বিদেশি নাগরিকদের জন্য শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

শাহবাগে শহীদ মিনার হইতে মোমবাতির আলোতে জেগে উঠেছে ছাত্র জনতা

সময়ের কন্ঠ রিপোর্ট
  • আপডেট টাইম : ০৮:০৮:৩০ অপরাহ্ণ, শনিবার, ৩ আগস্ট ২০২৪
  • / ৩১ ৫০০০.০ বার পাঠক

কোটাবিরোধী আন্দোলন
‘সারা দেশে ছাত্র-নাগরিকের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা’ দাবিতে শনিবার বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের প্ল্যাটফরম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারা দেশে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক, অভিভাবক, আইনজীবী, সাংস্কৃতিক কর্মী, বুদ্ধিজীবী, পেশাজীবী, শ্রমজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বিক্ষোভ চলাকালে ছাত্র-জনতার ‘দাবি এক, দফা এক; শেখ হাসিনার পদত্যাগ’ স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে রাজপথ।

বক্তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত এই সরকারকে সর্বাত্মক অসহযোগিতার অঙ্গীকার করেন। পাশাপাশি দেশের নাগরিকদের এই সরকারকে কর এবং বিদ্যুৎ-গ্যাস বিল না দেওয়ার করার আহ্বান জানান।

যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর: নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানার মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন ছাত্র-জনতা। পৌর পার্কে মানববন্ধন করেন শিক্ষকরা। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের মাঠ থেকে ছাত্র-জনতা মিছিল নিয়ে শহরের বাসস্ট্যান্ড গোলচত্বরে অবস্থান নেন। এ সময় তারা ‘এই মূহূর্তে দরকার, সেনাবাহিনী সরকার’ বলে স্লোগান দেন।

রাজশাহীর সাহেববাজার জিরোপয়েন্টের আরডিএ মার্কেটের সামনে প্রতিবাদ জানিয়েছেন মাদারবক্স গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ সালমা শাহাদাৎ। কিশোরগঞ্জে সরকারি গুরুদয়াল কলেজের শহিদ মিনার প্রাঙ্গণে জমায়েত হন ছাত্র-জনতা। সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরানথানা চৌরাস্তা মোড়ে সমাবেশে মিলিত হন তারা।

ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ছাত্র-জনতা। রাজবাড়ীর গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ছাত্র-জনতা। মিছিলে ‘উই উয়ান্ট জাস্টিস’ স্লোগানের মিছিলে মুখরিত হয়ে ওঠে এলাকা। পাবনায় সরকারি এডওয়ার্ড কলেজের মূল ফটকের সামনে ছাত্র-জনতা সমাবেত হন। সেখান থেকে শুরু হওয়া শিক্ষার্থীদের মিছিলে পুরো শহর স্লোগানে স্লোগানে মুখরিত হয়। সীতাকুণ্ডে পৌর সদরে ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করেন।

যশোরে শহরের পালবাড়ি মোড় ছাত্র-জনতার ‘দাবি এক, দফা এক; শেখ হাসিনার পদত্যাগ’ স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে। মিছিল চলাকালে রাস্তার দুই ধারের সাধারণ মানুষ করতালি দিয়ে তাদের স্বাগত জানান। ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ছাত্র-জনতা। মিছিলটি স্থানীয় প্রেরণা একাত্বর চত্বর ঘুরে পায়রাচত্বরে শেষ হয়।

হবিগঞ্জের বাহুবলে মিরপুর বাজারে ঢাকা-সিলেট মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা। ময়মনসিংহে টাউন হল মোড়ে ছাত্র-জনতা জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। দিনাজপুরের ফুলবাড়ীতে সড়ক অবরোধ করে ছাত্র-জনতার বিক্ষোভ করেছেন। জয়পুরহাটে শহরের নতুনহাট এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়কের বাটার মোড় হয়ে রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে জয়পুরহাট-বগুড়া সড়ক অবরোধ করেন।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোডে অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ। সুনামগঞ্জে মিছিল মিছিলে উত্তাল হয়ে উঠেছে রাজপথ। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রধান ফটকের তালা ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন শিক্ষার্থীরা। গাইবান্ধার সাদুল্লাপুরে ধাপেরহাট বন্দরে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্র-জনতা।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

শাহবাগে শহীদ মিনার হইতে মোমবাতির আলোতে জেগে উঠেছে ছাত্র জনতা

আপডেট টাইম : ০৮:০৮:৩০ অপরাহ্ণ, শনিবার, ৩ আগস্ট ২০২৪

কোটাবিরোধী আন্দোলন
‘সারা দেশে ছাত্র-নাগরিকের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা’ দাবিতে শনিবার বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের প্ল্যাটফরম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারা দেশে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক, অভিভাবক, আইনজীবী, সাংস্কৃতিক কর্মী, বুদ্ধিজীবী, পেশাজীবী, শ্রমজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বিক্ষোভ চলাকালে ছাত্র-জনতার ‘দাবি এক, দফা এক; শেখ হাসিনার পদত্যাগ’ স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে রাজপথ।

বক্তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত এই সরকারকে সর্বাত্মক অসহযোগিতার অঙ্গীকার করেন। পাশাপাশি দেশের নাগরিকদের এই সরকারকে কর এবং বিদ্যুৎ-গ্যাস বিল না দেওয়ার করার আহ্বান জানান।

যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর: নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানার মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন ছাত্র-জনতা। পৌর পার্কে মানববন্ধন করেন শিক্ষকরা। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের মাঠ থেকে ছাত্র-জনতা মিছিল নিয়ে শহরের বাসস্ট্যান্ড গোলচত্বরে অবস্থান নেন। এ সময় তারা ‘এই মূহূর্তে দরকার, সেনাবাহিনী সরকার’ বলে স্লোগান দেন।

রাজশাহীর সাহেববাজার জিরোপয়েন্টের আরডিএ মার্কেটের সামনে প্রতিবাদ জানিয়েছেন মাদারবক্স গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ সালমা শাহাদাৎ। কিশোরগঞ্জে সরকারি গুরুদয়াল কলেজের শহিদ মিনার প্রাঙ্গণে জমায়েত হন ছাত্র-জনতা। সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরানথানা চৌরাস্তা মোড়ে সমাবেশে মিলিত হন তারা।

ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ছাত্র-জনতা। রাজবাড়ীর গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ছাত্র-জনতা। মিছিলে ‘উই উয়ান্ট জাস্টিস’ স্লোগানের মিছিলে মুখরিত হয়ে ওঠে এলাকা। পাবনায় সরকারি এডওয়ার্ড কলেজের মূল ফটকের সামনে ছাত্র-জনতা সমাবেত হন। সেখান থেকে শুরু হওয়া শিক্ষার্থীদের মিছিলে পুরো শহর স্লোগানে স্লোগানে মুখরিত হয়। সীতাকুণ্ডে পৌর সদরে ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করেন।

যশোরে শহরের পালবাড়ি মোড় ছাত্র-জনতার ‘দাবি এক, দফা এক; শেখ হাসিনার পদত্যাগ’ স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে। মিছিল চলাকালে রাস্তার দুই ধারের সাধারণ মানুষ করতালি দিয়ে তাদের স্বাগত জানান। ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ছাত্র-জনতা। মিছিলটি স্থানীয় প্রেরণা একাত্বর চত্বর ঘুরে পায়রাচত্বরে শেষ হয়।

হবিগঞ্জের বাহুবলে মিরপুর বাজারে ঢাকা-সিলেট মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা। ময়মনসিংহে টাউন হল মোড়ে ছাত্র-জনতা জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। দিনাজপুরের ফুলবাড়ীতে সড়ক অবরোধ করে ছাত্র-জনতার বিক্ষোভ করেছেন। জয়পুরহাটে শহরের নতুনহাট এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়কের বাটার মোড় হয়ে রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে জয়পুরহাট-বগুড়া সড়ক অবরোধ করেন।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোডে অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ। সুনামগঞ্জে মিছিল মিছিলে উত্তাল হয়ে উঠেছে রাজপথ। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রধান ফটকের তালা ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন শিক্ষার্থীরা। গাইবান্ধার সাদুল্লাপুরে ধাপেরহাট বন্দরে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্র-জনতা।