মোঃ মাহামুদুল হাসান, প্রতিনিধি, মাদারীপুর।।
মাছ বাঙালির প্রতিদিনের খাদ্যতালিকার অন্যতম একটি উপাদান। আমিষেরও অন্যতম প্রধান উৎস মাছ। মাদারীপুরে দিনে দিনে বেড়ে চলেছে মাছের উৎপাদন। সরকারের বিভিন্ন প্রচেষ্টা, মৎস্য অফিসের সহায়তা ও বিভিন্ন কার্যক্রম গ্রহণ এবং মাছ উৎপাদনে বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করা মাছের উৎপাদন বৃদ্ধির অন্যতম প্রধান কারণ বলে মনে করেন সংশ্লিষ্ট রা। ২০১৯-২০ সালের প্রতিবেদন অনুযায়ী ১১৪৪.৯৬ বর্গ কিলোমিটারের এই জেলায় মোট জল সম্পদের পরিমাণ ৪৭,২৯৯.২৫ হেঃ। মোট মাছ উৎপাদন ২৮,৬০৩.২৮ মেঃটন।মোট মাছের চাহিদা ২৭,৭১৩.২০ মেঃটন। চাহিদার চেয়ে উৎপাদন বেশি হওয়ায় উদ্বৃত্ত মাছের পরিমাণ উদ্বৃত্ত মাছের পরিমাণ ৮৯০.০৮ মেঃ টন।জেলায় বাণিজ্যিক উদ্দেশ্যে খামারে কার্প পাঙ্গাশ, তেলাপিয়া, চিংড়ি, শিং, কৈ, মাগুর, পাবদা গুলশা মাছ চাষ হয়। এছাড়াও বানিজ্যিক খাচায় মাছ চাষ খামারের সংখ্যাও অনেক। মাদারীপুরে মোট মৎস্যজীবির সংখ্যা ১৩,১৬৬জন। এর মধ্যে পুরুষ ১২,৭১৫ জন ও মহিলা ৪৫১ জন। জেলায় নদী, মোহনা, খাল,বিল, প্লাবনভুমি, বাওড় ও দীঘিসহ মোট ১৯,০৫৫ স্থানে মাছ চাষ হয়। এছাড়াও ২০১৯-২০ সালে আহরিত ইলিশের সংখ্যা ৩,৭৩,০১৫ টি।এবং এর পরিমান ২০২ মেঃটন।জেলা মৎস্য অফিস থেকে বিভিন্ন সময়ে জেলেদের পুনর্বাসন করা হয়েছে। এবং এ প্রক্রিয়া এখনও অব্যাহত রয়েছে। স্থানীয়দের মতে, মাছের উৎপাদন এভাবে বৃদ্ধি পেতে থাকলে ভবিষ্যতে এ জেলা মাছ উৎপাদনে আরও স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে।
সংবাদ শিরোনাম ::
মাদারীপুরে বাড়ছে মৎস্য উৎপাদন
-
সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ০৫:০৪:০৩ পূর্বাহ্ণ, রবিবার, ২৮ মার্চ ২০২১
- ২১৪ ০.০০০০ বার পাঠক
আরো খবর.......
জনপ্রিয় সংবাদ