কিশোরগঞ্জে দুই দিনের উত্তরণ মেলার উদ্বোধন
- আপডেট টাইম : ১০:০৬:১৪ পূর্বাহ্ণ, শনিবার, ২৭ মার্চ ২০২১
- / ৩২১ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ কিশোরগঞ্জ ॥
বাংলাদেশের এক অনন্য অর্জন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে দুই দিনব্যাপী উত্তরণ মেলা শুরু হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন স্টেডিয়ামের মেলা প্রাঙ্গণে গিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে মিলিত হয়। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডাঃ সৈয়দা জাকিয়া নূর লিপি।
জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তৃতা করেন পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুর রহমান, সিভিল সার্জন ডাঃ মোঃ মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এম এ আফজল। ‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী: স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ’ বিষয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় মুখ্য আলোচক ছিলেন কিশোরগঞ্জ সরকারী মহিলা কলেজের সহকারী অধ্যাপক মুহাম্মদ ফরহাদ হোসেন। আলোচনা সভা শেষে বেলুন ও পায়রা উড়িয়ে প্রধান অতিথি উত্তরণ মেলার উদ্বোধন করেন। মেলায় বিভিন্ন সরকারী বিভিন্ন বিভাগ, দফতর ও প্রতিষ্ঠানের ৭৩টি স্টল দেয়া হয়েছে। এসব স্টলে জাতীয় এবং স্থানীয় উন্নয়ন ও অগ্রগতির উপস্থাপনা এবং প্রাতিষ্ঠানিক সেবা সম্পর্কে ধারণা ও প্রদান করা হচ্ছে।