বিএমপি এয়ারপোর্ট থানার অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক ০২ জন
- আপডেট টাইম : ০৫:১৮:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪
- / ১০৪ ৫০০০.০ বার পাঠক
বিএমপি এয়ারপোর্ট থানার এসআই/মোঃ শাহাদাত হোসেন, এএসআই/মোঃ সেলিম রেজা, এএসআই/প্রশান্ত কুমার, কং/১২২৩ মোঃ মাছুম হোসাইন গনের সমন্বিত বিশেষ অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে ০৬-০৭-২০২৪ খ্রিঃ রাত ১:০০ টায় এয়ারপোর্ট থানাধীন রায়পাশা সাকিনস্থ জনৈক আঃ বারেক সরদারের বাড়ীর দক্ষিন পাশে কড়াপুর হইতে বারৈজ্জের হাট গামী পাঁকা রাস্তার উপরে অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায় অভিযুক্ত ১) মো: জাহাঙ্গীর সরদার (৫৫),পিতা-মৃত ইদ্রিস সরদার,সাং-উত্তর চর হোসনাবাদ,থানা-দশমিনা,জেলা-পটুয়াখালী,এপি-বৈদ্যপাড়া,থানা-কোতয়ালী, জেলা-বরিশাল ২) সরদার এম সৈয়দ শাহ(৫২), পিতা-এম এ মান্নান, সাং নবগ্রাম রোড, রুইয়া, ২৩ নং ওয়ার্ড, থানা-কোতয়ালী, জেলা-বরিশালদের হেফাজত হতে ৫০(পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট
উদ্ধারপূর্বক তাদেরকে আটক করেন।
ধৃত অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।