ঈদ যাত্রা: নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে
- আপডেট টাইম : ০১:১৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪
- / ৭৯ ৫০০০.০ বার পাঠক
ঈদ উল-আযহা উপলক্ষ্যে ঘরমুখী মানুষের যাত্রা নিরাপদ স্বাচ্ছন্দ্যময় করতে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা রয়েছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা এলাকায় পরিদর্শনকালে বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান এসব কথা বলেন। তিনি বলেন, ঈদ উপলক্ষ্যে ঘরমুখী মানুষ নিরাপদে বাড়ি ফিরতে পারে তার জন্য পুলিশের পক্ষ থেকে সব রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে। এবারের ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হয়, সে জন্য বাংলাদেশ পুলিশ, মেট্রোপলিটন পুলিশ ও হাইওয়ে পুলিশ কাজ করে যাচ্ছে। মহাসড়কে যানজট নিরসনে জন্য উচ্চক্ষমতা সম্পন্ন ২ টি ড্রোন ক্যামেরা উদ্বোধন করে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ইতিমধ্যেই ড্রোন ব্যবহারে সুফল পাচ্ছি। কোন ট্রাক, পিকআপভ্যান ও বাসের ছাদে যাত্রী উঠানো যাবে না। উঠালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া
হবে।
মহাসড়কে কোন অসাধু চক্র যাতে চাঁদাবাজি না করতে পারে, সে জন্য সাদা পোশাকে পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে।
এদিকে শিল্প কারখানায় কর্মরত শ্রমিকদের যাতে ধাপে ধাপে ছুটি দেয়, সে বিষয়ে কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করা হয়েছে বলে তিনি জানান।
হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি আরও বলেন, ঈদের সময় যাত্রাপথে মলম পার্টি ও প্রতারক চক্র গুলো বিভিন্ন জায়গায় তাদের অপকর্ম করে থাকে। এজন্য বাংলাদেশ পুলিশের সকল সদস্য সতর্ক অবস্থানে রয়েছে। আপনাদের প্রতি আহ্বান, এ ধরনের কোন চক্রের আলামত চোখে পড়লে, সাথে সাথে কর্তব্যরত পুলিশকে জানাবেন। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন, ডিআইজি মাহফুজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার, নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম সহ পুলিশের আরও কর্মকর্তারা।