কালিয়াকৈরে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু
- আপডেট টাইম : ০৬:৫৫:৫০ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪
- / ১০৩ ৫০০০.০ বার পাঠক
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুর টু বড়ইবাড়ি আঞ্চলিক সড়কের সিনাবহ এলাকায় মোটরসাইকেল আরোহী আব্দুল আলিম (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১২ জুন) বিকাল চারটার দিকে একটি মোটরসাইকেল দ্রুত গতিতে বড়ইবাড়ির দিক থেকে এসে সিনাবহ এলাকায় যমুনা ইলেকট্রনিক্স কারখানার গেটের উত্তর পাশে সড়কের ঢালু উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে কয়েক মিটার দূরে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করতে গেলে দেখা যায়, ঐ আরোহীর মুখ দিয়ে প্রচুর পরিমাণে রক্ত ঝরছে এবং তাৎক্ষণিক তার মৃত্যু হয়।
এমতাবস্থায়, ঘটনাস্থলে উপস্থিত উৎসুক জনতার ভিড় জমে যায়। পরে ৯৯৯ নাম্বারে ফোন দিলে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।
সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত যুবক পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার মাজেদুল ইসলামের ছেলে। সিনাবহ এলাকায় তার মামার একটি বেকারিতে কাজ করতেন। বুধবার দুপুরে উপজেলার তালতলী এলাকার তার ভাড়া বাসা থেকে খাবার খেয়ে কর্মস্থলে আসছিলেন। এমন সময় এ দূর্ঘটনাটি ঘটে।
কালিয়াকৈর থানা পুলিশ বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এলাকাবাসী ও নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে দূর্ঘটনার ঐ এলাকা থেকেই নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।