ঢাকা ১২:১৭ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের আবেদনের শুনানি ২ মার্চ রাজধানীর বিভা স্কুল এন্ড কলেজের বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত শহরের প্রান কেন্দ্রে অবস্থিত ৪৫ বছরের পুরানো এ প্রতিষ্ঠান নাম হলো আদর্শ স্কুল এন্ড কলেজ অথচ কলেজ শাখায় একজন ছাত্র/ছাত্রীও নেই মঠবাড়িয়ায় রাতের আঁধারে বনিক সমিতির ক‌মি‌টি গঠনের প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন গাজীপুরে দুর্নীতিবাজ ভূমি কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ এটিএম আজহারুলের মুক্তির দাবিতে গণঅবস্থানের ডাক জামায়াতের চলন্তবাসে বাসে ডাকাতি ও শ্লীলতাহানি, টাঙ্গাইলে গ্রেফতার ৩ বাংলাদেশে ২৯ মিলিয়ন ডলার কারা পেয়েছে? যা বললেন ট্রাম্প অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল বাংলা ৫২ নিউজ ডটকম এর ৯ম বর্ষপূর্তি আজশনিবার সকাল দশটায় পিরোজপুর মঠবাড়িয়ায় উদযাপিত হয় কোনাবাড়িতে বিএনপি’র দু’গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া: আতঙ্কে ওই এলাকার সাধারণ মানুষ

আমিন বাজার নৌ থানার পুলিশ হত্যা মামলাকে অপমৃত্যু সাজানোর পরিকল্পনায় মরিয়া হয়ে উঠেছে

নিজস্ব প্রতিনিধব ফটো সংগ্রহীত
  • আপডেট টাইম : ০২:৫১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪
  • / ১০৫ ৫০০০.০ বার পাঠক

গত ২৫ শে মে ২০২৪ সকাল আনুমানিক সাড়ে নয়টায় দিক ফোন করে সাভার নৌ থানার পুলিশ এস আই দেলোয়ার, সংবাদকর্মী যারা হায়াতের ফোনে একটি কল আসে বলে যে একটি ডেড বডি পাওয়া গেছে ডেড বডির সঙ্গে পাওয়া গেছে সময়ের কন্ঠ নিজস্ব প্যাড যেখানে একটি চিরকুট লেখা আছে।এবং ডেড বডির সঙ্গে পাওয়া গেছে একটি জন্ম সনদ ইমন সরকার নামে।

তৎক্ষণাৎ যারা হায়াত হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি দেখে সনাক্ত করে সংবাদকর্মী যারা হায়াতের ছোট ভাই (২০) ইমন সরকার। পরে সকলে মিলে লাস শনাক্ত করার পর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে থেকে পোস্টমর্টেম এর পরে লাশ মাটি দেওয়া হয় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। এরপরে হত্যা মামলা নেওয়ার জন্য নৌ থানার পুলিশ এবং সাভার থানার পুলিশকে অবহিত করলে যারা হায়াত তারা নানা প্রক্রিয়ায় জানানোর চেষ্টা করে এটা অপমৃত্যু। এবং এসআই আজিজুল বদলি হবার বিষয়টাও জেনে যায় যারা হায়াত। এবং তাকে প্রশ্ন করলে যে আপনি বদলি হয়ে গেছেন এই কারণে আমার ভাইয়ের হত্যাকান্ড আপনি অপমৃত্যু বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন। উপায়ন্ত না পেয়ে অজ্ঞাতহত্যা মামলা নেয়। মামলা
নেওয়ার দুই থেকে তিন দিন পর যারা হায়াৎ জিজ্ঞাসা করলে যে আপনারা কি ব্যবস্থা নিলেন তখন যারা হায়া এবং ভিকটিম ইমন সরকার যে এলাকায় থাকতো ডেমরা কোনাপাড়া সেখানে আসে এবং সন্দেহের তালিকায় যারা যারা আছেন বাদিনী যারা হায়াতের তাদের বাসায় গিয়ে এবং গ্যারেজ মালিক কামালের গ্যারেজে বসে প্রশ্নবিদ্ধ করে চলে যান। এই মামলার সুষ্ঠু তদন্ত এবং কোন কিছুই সঠিকভাবে করছেন না বলে জানান দৈনিক সময়ের কণ্ঠকে যারা হায়াত।

যারা হায়াত আরো জানান এই মামলার অনেকগুলো ক্লু থাকার পরেও দারগা এড়িয়ে যেতে চাইছে প্রথমে হয় অপমৃত্যু বলে দাবী করার জন্য। যেমন এই মামলায় প্রথম আসামি করে দাবি করছেন যারা হায়াত অটোচালক মারুফ এবং মারুফের মা কে এবং বাবু নামের একজন অটোচালক সাক্ষী দিচ্ছে ঘটনার কিছুদিন আগে মারুফ পরিকল্পনা করেছে ইমন সরকারকে মারধর দিবে তবুও দারোগা চোখে পর্দা দিয়ে এই মামলা এড়িয়ে অপমৃত্যু দেখানোর চেষ্টায় মরিয়া।

সুষ্ঠু তদন্ত সাপেক্ষে উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছে দৈনিক সময়ের কন্ঠ,,

পরবর্তীতে চোখ রাখুন দৈনিক সময়ের কণ্ঠে,,,

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

আমিন বাজার নৌ থানার পুলিশ হত্যা মামলাকে অপমৃত্যু সাজানোর পরিকল্পনায় মরিয়া হয়ে উঠেছে

আপডেট টাইম : ০২:৫১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪

গত ২৫ শে মে ২০২৪ সকাল আনুমানিক সাড়ে নয়টায় দিক ফোন করে সাভার নৌ থানার পুলিশ এস আই দেলোয়ার, সংবাদকর্মী যারা হায়াতের ফোনে একটি কল আসে বলে যে একটি ডেড বডি পাওয়া গেছে ডেড বডির সঙ্গে পাওয়া গেছে সময়ের কন্ঠ নিজস্ব প্যাড যেখানে একটি চিরকুট লেখা আছে।এবং ডেড বডির সঙ্গে পাওয়া গেছে একটি জন্ম সনদ ইমন সরকার নামে।

তৎক্ষণাৎ যারা হায়াত হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি দেখে সনাক্ত করে সংবাদকর্মী যারা হায়াতের ছোট ভাই (২০) ইমন সরকার। পরে সকলে মিলে লাস শনাক্ত করার পর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে থেকে পোস্টমর্টেম এর পরে লাশ মাটি দেওয়া হয় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। এরপরে হত্যা মামলা নেওয়ার জন্য নৌ থানার পুলিশ এবং সাভার থানার পুলিশকে অবহিত করলে যারা হায়াত তারা নানা প্রক্রিয়ায় জানানোর চেষ্টা করে এটা অপমৃত্যু। এবং এসআই আজিজুল বদলি হবার বিষয়টাও জেনে যায় যারা হায়াত। এবং তাকে প্রশ্ন করলে যে আপনি বদলি হয়ে গেছেন এই কারণে আমার ভাইয়ের হত্যাকান্ড আপনি অপমৃত্যু বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন। উপায়ন্ত না পেয়ে অজ্ঞাতহত্যা মামলা নেয়। মামলা
নেওয়ার দুই থেকে তিন দিন পর যারা হায়াৎ জিজ্ঞাসা করলে যে আপনারা কি ব্যবস্থা নিলেন তখন যারা হায়া এবং ভিকটিম ইমন সরকার যে এলাকায় থাকতো ডেমরা কোনাপাড়া সেখানে আসে এবং সন্দেহের তালিকায় যারা যারা আছেন বাদিনী যারা হায়াতের তাদের বাসায় গিয়ে এবং গ্যারেজ মালিক কামালের গ্যারেজে বসে প্রশ্নবিদ্ধ করে চলে যান। এই মামলার সুষ্ঠু তদন্ত এবং কোন কিছুই সঠিকভাবে করছেন না বলে জানান দৈনিক সময়ের কণ্ঠকে যারা হায়াত।

যারা হায়াত আরো জানান এই মামলার অনেকগুলো ক্লু থাকার পরেও দারগা এড়িয়ে যেতে চাইছে প্রথমে হয় অপমৃত্যু বলে দাবী করার জন্য। যেমন এই মামলায় প্রথম আসামি করে দাবি করছেন যারা হায়াত অটোচালক মারুফ এবং মারুফের মা কে এবং বাবু নামের একজন অটোচালক সাক্ষী দিচ্ছে ঘটনার কিছুদিন আগে মারুফ পরিকল্পনা করেছে ইমন সরকারকে মারধর দিবে তবুও দারোগা চোখে পর্দা দিয়ে এই মামলা এড়িয়ে অপমৃত্যু দেখানোর চেষ্টায় মরিয়া।

সুষ্ঠু তদন্ত সাপেক্ষে উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছে দৈনিক সময়ের কন্ঠ,,

পরবর্তীতে চোখ রাখুন দৈনিক সময়ের কণ্ঠে,,,