ঈদের পর শিক্ষা প্রতিষ্ঠান খোলার চিন্তা করেছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি
- আপডেট টাইম : ০৮:২৫:৩৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১
- / ৩৫৩ ৫০০০.০ বার পাঠক
সাইফুল ইসলাম বিপ্লবী স্টাফ রিপোর্টার।।
ঈদের পর খুলতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান’
৩০ মার্চ নয়, সরকার ঈদের পর স্কুল-কলেজ খোলার চিন্তা করছে, বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ বৃহস্পতিবার (২৫ মার্চ), বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গণহত্যা দিবস উপলক্ষে, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এর আয়োজনে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
এসময় শিক্ষামন্ত্রী বলেন, করোনা সংক্রমণের হার এর ঊর্ধ্বগতি অব্যাহত থাকলে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি বিশ্ববিদ্যালয়ের ছুটির সঙ্গে সমন্বয় করে ঈদের পর পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে।
তিনি আরো জানান, আজ করোনা বিষয়ক জাতীয় কারিগরি কমিটির সঙ্গে বৈঠকের পরে বিশেষ সিদ্ধান্ত নেয়া হবে। আগামীকালের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
এর আগে, গত ২২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার বৈঠকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিবেশ পর্যালোচনা করতে শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
একইদিন দুপুরে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, ২৪ মে থেকে বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া হবে। আর হল খুলে দেওয়া হবে ১৭ মে।
এরপরই ২৭ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগের এক বৈঠকে ৩০ মার্চ শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেয় শিক্ষামন্ত্রণালয়।
দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। গত বছরের ১৭ মার্চ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এখন পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে কওমি বা বেসরকারি মাদ্রাসা ব্যতীত ।