কালিয়াকৈরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
- আপডেট টাইম : ০১:২১:০৭ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪
- / ৮৯ ৫০০০.০ বার পাঠক
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার ৫ নং ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের গাবতলী এলাকায় (১ জুন) শনিবার সকালে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে।
নিহতেরা হলেন, গাবতলী গ্রামের আব্দুল লতিফের ছেলে তানজিম (৭) উপজেলার কান্দাপাড়া এলাকার মনির হোসেনের ছেলে বায়োজিদ (৮)। পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকালে ১০ টার দিকে কয়েকজন শিশু মিলে একত্রে ঐ পুকুরের পানিতে গোসল করতে নামে। এমতাবস্থায় পানিতে জলকেলি করতে করতে পুকুরের গভীর পানিতে ডুবে যায় তানজিম ও বায়োজিদ।
এসময় পানিতে গোসল করতে যাওয়া অন্য সহপাঠীদের চিৎকারে আশপাশের লোকজন এসে তানজিম ও বায়োজিদকে খোঁজতে থাকে।
এমতাবস্থায় প্রায় দুই ঘণ্টা পর শিশু দুটির মরদেহ পানিতে ভেসে উঠে। পরে উপস্থিত লোকজন তাদের মৃতদেহ উদ্ধার করে।
নিহতেরা আত্মীয়তার সম্পর্কে একে অপরের মামা ভাগিনা।
শ্রীফলতলী ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের মেম্বার মোঃ আমিরুল ইসলাম জানান, আব্দুল লতিফের ছেলে নিহত তানজিমকে গাবতলী এলাকায় তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে এবং কান্দাপাড়া এলাকার মনির হোসেনের ছেলে নিহত বায়োজিদের মরদেহ দাফনের জন্য এলাকার নিয়ে গেছে।