উপজেলা পরিষদ নির্বাচন- মঠবাড়িয়া দুই চেয়াররম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত-৫ : গ্রেপ্তার-৫
- আপডেট টাইম : ০৪:১৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
- / ১৮২ ৫০০০.০ বার পাঠক
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে আনারস ও দোয়াত-কলম প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষের হয়েছে। এতে উভয় পক্ষের অন্তঃত ৫ জন গুরুতর জখম হয়েছেন। এ ঘটনায় মঠবাড়িয়া থানায় পৃথক মামলায় বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উভয় পক্ষের ৫ জনকে গ্রেপ্তার করেছেন পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার বাদুরা গ্রামের আব্দুল লতিফ ফরাজির ছেলে নবী হোসেন (৫৫), নয়ন হাওলাদারের ছেলে রুহান ( ২১), সেলিম ফরাজীর ছেলে রনি ফরাজী (২৪), দেবীপুর গ্রামের আঃ রশিদ মিয়ার ছেলে আবুল কালাম (৪০), বড় শৌলা গ্রামের রশিদ তালুকদারের ছেলে বাদল তালুকদার (৪২)।
জানা গেছে, নির্বাচণী প্রচারণাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে উপজেলার মিরুখালী বাজারে আনারস ও দোয়াত-কলম প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। হামলা শেষে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আনারস প্রতীকের সমর্থক আহত বাবলু তালুকদারকে আশংকজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অপরদিকে দোয়াত কলম প্রতীকের সমর্থক আহত মোস্তফা খানকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষে আহতরা হলেন, মিরুখালী ইউনিয়নের ঘোপখালী গ্রামের আয়নাল হক এর ছেলে বাবলু তালুকদার (৩০), বড় শৌলা গ্রামের রশিদ তালুকদারের ছেলে বাদল তালুকদার (৩৫), সোনাখালী গ্রামের জালাল ফরাজীর ছেলে মামুন (১৯) , মিরুখালীর সোবাহান খানের ছেলে মোস্তফা খান (৫০) ও বাদুরা গ্রামের শাহ আলম খানের ছেলে মো. রাকিব (২৬)।
এদিকে মঙ্গলবার সন্ধায় আনারস প্রতীকের সমর্থক কলেজ ছাত্র মামুন নির্বাচনী মিছিলে যাবার পথে উপজেলার দক্ষিণ সোনখালী নামক স্থানে দোয়াত-কলম প্রতীকের কয়েকজন সমর্থকরা তাকে কুপিয়ে জখম করে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি।
মঠবাড়িয়া থানার ওসি মোঃ শফিকুল ইসলাম মিরুখালীতে সংঘর্ষের ঘটনায় পৃথক দুটি মামলা হবার সত্যতা নিশ্চিত করে বলেন, উভয় পক্ষের ৫ আসামী গ্রেপ্তার করে বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে তদন্তের স্বার্থে অন্যান্য আসামীদের নাম প্রকাশ করতে চান নি।