মঠবাড়িয়ায় রহস্য জনক ভাবে শিশু সন্তান নিয়ে নারী নিখোঁজ ১৫ দিনেও খোঁজ মেলেনি!

- আপডেট টাইম : ০৯:৪৯:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪
- / ১১৮ ১৫০০০.০ বার পাঠক
পিরোজপুরের মঠবাড়িয়ায় দেড় বছর বয়সী শিশু সন্তান নিয়ে হিরা মনি (২৩) নামে এক নারী রহস্য জনক নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় ওই নারীর মা নাছিমা বেগম শনিবার রাতে (১১ মে) মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। নাছিমা বেগম উপজেলার আন্ধার মানিক গ্রামের নেছার উদ্দিন এর মেয়ে।
নাছিমা বেগম জানান, স্বামী পরিত্যাক্ত মেয়ে হিরা মনি শিশু সন্তান নিয়ে গত প্রায় ১ বছর ধরে তার বাড়িতে বসবাস করছেন। গত ২৮ এপ্রিল সকালে আমি বাহিরে কাজের সন্ধানে যাই। এই সুযোগে আমার ঘরে থাকা গরু ক্রয়য়ের ৬৭ হাজা ২‘শ টাকা নিয়ে মেয়ে হিরা মনি পালিয়ে যায়। আমি রাগে-অভিমানে মেয়ের কোন সন্থান করিনি। শনিবার সকালে আমার পূর্ব পরিচিত পৌর শহরের বাসিন্দা মাহিনুর নামে এক নারী আমার বোন মমতাজকে জানায় তিনি দেখেছেন আমার মেয়েকে শহরের একটি ভবনে আটকে রেখে টিকটক করাচ্ছে। খরব শুনে আমি দুই বার মাহিনুরের কাছে ছুটে গেলেও আমাকে গালাগাল করে মাহিনুর তাড়িয়ে দেয়। আমারে মেয়ের মুঠোফোনটি (০১৩১৪-২৯৩৭৫৮) বন্ধ রয়েছে। পরে আমি আমার মেয়েকে খুজে পাচ্ছি না মর্মে রাতে থানায় লিখিত অভিযোগ করি। এ ব্যাপারে মাহিনুর বেগমের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
মঠবাড়িয়া থানার ওসি মোঃ শফিকুল ইসলাম অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, আশা করছি স্বল্প সময়ের মধ্যেই ভিকটিমকে উদ্ধার করা সম্ভব হবে।