রায়পুর ব্যাচ ৯৯ এর ইফতার পার্টি ও দোয়ার অনুষ্ঠান

- আপডেট টাইম : ০৭:১৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪
- / ১৯৮ ১৫০০০.০ বার পাঠক
লক্ষ্মীপুরের রায়পুরে শিকড়ের টানে প্রানের বন্ধনে এই স্লোগানে উজ্জীবিত হয়ে ৯৯ ব্যাচের বন্ধুদের ইফতার আয়োজন। অদ্য ২৭রমজান(রবিবার) প্রতি বছরের ন্যায় জাঁকজমক পূর্ণভাবে শৈশব- কৈশর জীবনের স্মৃতিগুলো যারা উপস্থিত হতে পারেনি আজকেরে ইফতার অনুষ্ঠানে, তাহাদের স্মৃতিচারনে যারা অক্লান্ত পরিশ্রম করে ইফতার পার্টিকে প্রানবন্ত ও ক্ষনিকের জন্য স্বপ্নের রাজ্যে হারিয়ে দিতে আয়োজনে সহায়তা করেছেন মোঃআজাহার, সুজন পাটোয়ারী মোঃ জহির হোসেন ও কাতার মুরাদ সহ শিকড়ের টানে প্রাণের বন্ধনে ৯৯ ব্যাচের বন্ধুদের আনন্দ ও আবেগঘন মূহুর্ত প্রতি কৃতজ্ঞতা জানান অনান্য বন্ধুরা
ব্যাচ ৯৯ এর রায়পুর সরকারি মার্চেন্ট একাডেমি , রায়পুর এল এম পাইলট উচ্চ বিদ্যালয় এবং লুধুয়া এম এম হাই স্কুল ৯৯ সালের এসএসসি পরীক্ষায় উন্নীত শিক্ষার্থী মিলে রায়পুর RFC নামক চাইনিজ রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করেন।
উক্ত অনুষ্ঠানের পরিচয় পর্ব ও দোয়ার মধ্য দিয়ে সকল শৈশবের বন্ধুদের সাথে ভ্রাতৃত্ববোধ ও কুশল বিনিময়ের মহামিলনে মাধ্যমে যেন এক স্মরণীয় সন্ধ্যায় পরিণত হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে এক বক্তৃতায় রায়পুর গাজী কমপ্লেক্সের সম্মানিত সাধারণ সম্পাদক নুরুদ্দিন শিবলু ভাট ৯৯ ব্যাচের বন্ধুদের সহযোগিতা কামনা করে রায়পুর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করেন।
ইফতার শেষে চা চক্র আর আড্ডায় আনন্দ বিভোর বন্ধুরা বলেন, বর্তমানে আমরা অনেকটা যান্ত্রিক জীবনযাপন করে থাকি। সবসময় আবেগগুলো চেপে রাখতে রাখতে আমাদের মধ্যে আবেগ প্রায় হারিয়েই যেতে বসেছে। কিন্তু বন্ধুর কল্যাণে আমাদের মধ্যে এখনও মানুষসত্ত্বা বেঁচে আছে। বন্ধুই একমাত্র মানুষ, যার সামনে মন খুলে আমরা আবেগ প্রকাশ করতে পারি।
পরে উক্ত পরবর্তী অনুষ্ঠান খোলা পরিসরে আরো জাঁকজমক ভাবে অনুষ্ঠিত হওয়ার আশ্বাসের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা।