অনেক ষড়যন্ত্র মোকাবেলা করে পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের ফের নৌকার মাঝি আলাউদ্দিন পল্টু।
- আপডেট টাইম : ০৭:০১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১
- / ৩৬৫ ৫০০০.০ বার পাঠক
নিজস্ব প্রতিবেদ।।।
গত বছর জেলেদের মাঝে চাল বিতরণের অনিয়মের অভিযোগে দুদকের করা মামলার সত্যতা প্রমাণিত না হওয়া সহ নানা যড়যন্ত্র ও তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কিছু সুযোগবাদী লোকদের মোকাবিলা সহ সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তৃতীয় বারের মতো কাকচিড়া ইউনিয়নের নৌকার মাঝি হিসেবে প্রধান মন্ত্রী তাকে মনোনয়ন দিয়ে এলাকায় পাঠালে আজ কাকচিড়া হাইস্কুল মাঠটি জন সমুদ্রে পরিনত হয়। সকাল আটটা থেকেই কাকচিড়া বাজার থেকে শুরু করে প্রায় সাত কিলোমিটার দূরে ডৌয়াতলা পর্যন্ত এলাকা বাসী তাদের প্রিয় প্রতীক নৌকার মাঝি তাদের অন্তরের ব্যক্তিত্ব কাকচিড়া ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যানকে একটি নজর দেখার জন্য রাস্তার দুপাশে ভীড় জমাতে শুরু করে। সময়ের অপেক্ষা শেষে জনগণের প্রিয় চেয়ারম্যানকে কাছে পেয়ে তাকে ফুলের মালা দিয়ে বরন করেন।উল্লেখ্য,এর পূর্বে তিনি টানা দুবার চেয়ারম্যান হয়ে এলাকার প্রতিটি ওয়ার্ডকে আধুনিক ও মাদক মুক্ত করা সহ উন্নয়নে অনেক ভূমিকা রাখেন। তার পিতা ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা ও অত্র ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান। এক পর্যায়ে তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে তার জনগণের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের ধৈর্য ধারন করে দোয়া চেয়ে এলাকায় প্রচারনার কাজে বেরিয়ে যান।