তৃনমূল বিনায়কের দশ লক্ষ টাকা র বিনিময়ে মন্ত্রী র টোপ, ধৃত ভূয়া আইপ্যাক কর্মী অজ্ঞন সরকার
- আপডেট টাইম : ০১:১৯:২১ অপরাহ্ণ, সোমবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৪
- / ৬৫ ৫০০০.০ বার পাঠক
পশ্চিম বাংলা র বিধান সভার সদস্য এবং সাবেক মন্ত্রী ভরতপুর বিধান সভার সদস্য হুমায়ুন কবির কে রাজ্যের মন্ত্রী সভার সদস্য করার জন্য দশ লক্ষ টাকা ঘুষ চায় ভাষা আইপ্যাক কর্মী অজ্ঞন সরকার। কিন্তু ভরতপুর বিধান সভার সদস্য হুমায়ুন কবির আগে ভাগেই তিনি প্রতরণার শিকার হতে চলেছে। তাই আগে ভাগেই তিনি মুর্শিদাবাদ জেলার ভরতপুর বিধান সভার স্হানীয় থানায় অভিযোগ করেন। এবং তদন্ত করে জানা যায় যে অজ্ঞন সরকার, তিনি উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যমগ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। সূত্র মারফত জানা যায় যে কিছুদিন হল ভূয়া আইপ্যাক কর্মী অজ্ঞন সরকার তিনি বিভিন্ন সময়ে বিধায়ক হুমায়ুন কবির কে পশ্চিম বাংলা র মন্ত্রী সভার সদস্য করার জন্য কখনো পাঁচ লাখ টাকা, কখনো দশ লক্ষ টাকা ঘুষ চায়। তিনি কখনো মিডিয়া গ্রুপ লিমিটেডের লোক বলে জানান। কিন্তু নাছোড়বান্দা অজ্ঞন সরকার সমান্তরাল হুমায়ুন কবির কে ফোন করতে থাকে। অবশেষে ভরতপুর থানার পুলিশ অজ্ঞন সরকার কে গ্রেফতার করে এবং তাকে বহরমপুর জেলা আদালতে হাজির করা হয়। এবং বিচারপতি অজ্ঞন সরকার কে ১৪দিনের, পুলিশ হেফাজতে নেওয়ার জন্য নির্দেশ দেন।