বরগুনা এক গৃহবধুকে পিটিয়ে পা ভেঙ্গে দিলেন প্রতিবেশীরা
- আপডেট টাইম : ০২:২১:২৩ অপরাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১
- / ২৮৬ ৫০০০.০ বার পাঠক
বরগুনা জেলা প্রতিনিধি।।
কলা কেটে নেয়ার প্রতিবাদ করায় প্রতিবেশী মোঃ বজলু মৃধা ও তার লোকজন লাইলি বেগম (৩০) নামের এক গৃহবধুকে পিটিয়ে পা ভেঙ্গে দিয়েছে। আহত গৃহবধুকে স্বজনরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ঘটনা ঘটেছে সোমবার সকালে উপজেলার তারিকাটা গ্রামে। এ ঘটনার মামলার প্রস্ততি চলছে।
জানাগেছে উপজেলার তারিকাটা গ্রামের জব্বার গাজীর কাঠালি কলা গাছ থেকে প্রতিবেশী বজলু গাজী জোর করে এক ছড়া কলা কেটে নিয়ে যাচ্ছিল। কলা নিয়ে যেতে দেখে জব্বার গাজীর স্ত্রী লাইলি বেগম প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয় বজলু মৃধা। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায় বজলু মৃধা ও তার লোকজন ওই গৃহবধুকে পিটিয়ে ডান পা ভেঙ্গে দিয়েছে। গুরুতর আহতাবস্থায় ওই গৃহবধুকে স্বজনরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহত গৃহবধু লাইলি বেগম বলেন, আমার কলা গাছ থেকে কলা কেটে নিয়ে যাচ্ছিল বজলু মৃধা। আমি এর প্রতিবাদ করায় আমাকে পিটিয়ে পা ভেঙ্গে দিয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।
এ বিষয়ে বজলু গাজী ওই গৃহবধুকে মারধরের কথা অস্বীকার করে বলেন, সামান্য কথা কাটাকাটি হয়েছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, লাইলি বেগমের ডান পায়ের গোড়ালির উপর দিয়ে ভাঙ্গা রয়েছে। তাকে যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।