ঢাকা ০২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
সংবাদ শিরোনাম ::
রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির সভা কোনাবাড়ি পল্লী বিদ্যুৎ পাওয়ার সাবস্টেশনে আগুন তামাক হচ্ছে মাদকের মূল লক্ষ্য -ডাঃ মোঃ নজরুল ইসলাম কিরাটন ইউনিয়নের পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম আমাদের মাঝে আর নেই শিবগঞ্জে সানামসজিদ স্থলবন্দরে হিট স্ট্রোকে ট্রাফিক পরিদর্শকের মৃত্যু গাজীপুরবাসীর জন্য চরম “সৌভাগ্য’ বর্তমান ডিসি এডিসি রেভিনিউ চৌকস ও মেধাবী দুই কর্মকর্তার চিন্তা,চেতনায় কর্মে, সর্বোপরিভাবে সততাকে প্রাধাণ্য দিয়েই দায়িত্ব পালন করছেন জামালপুরে ভোজ্য তেল সিন্ডিকেটের নিয়ন্ত্রনে কিশোরগঞ্জে নিখোঁজের পর ছাত্রলীগ নেতার গলিত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে বৃষ্টির জন্য চোখের পানিতে বুক ভাসিয়ে ইসতিসকার নামাজ আদায় মঠবাড়ীয়া তীব্র তাপদাহের হাত থেকে বাঁচতে বৃষ্টির জন্য বিশেষ। প্রার্থনা

বান্দরবা‌নে ভাল্লু‌কের আক্রমণে এক জুম চাষি আহত

বান্দরবান জেলা প্রতিনিধি।।

বান্দরবা‌নে ফের হিংস্র ভাল্লুকের হামলায় ১ জুম চাষি আহত হয়েছে। আহত ম্রোর নাম ক্রইল মুরং (৭৬) ।

রবিবার সকালে আলীকদ‌ম উপজেলার  কুরুকপাতা ইউনিয়নের সমথং পাড়া এলাকার এক‌টি ঝি‌ড়ি‌তে এ ঘটনা ঘটে। ঐ এলাকার একটি পাহাড়ি ঝিড়িতে মাছ ধরার সময় হিংস্র ভাল্লুক ওই জুম চাষের উপর আক্রমণ করে। আহত ঐ জুম চাষীকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে পার্শ্ববর্তী সেনাক্যাম্প পরে হেলিকপ্টারে করে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় লোকজন ও সেনাবা‌হিনী জানায়, রা‌তে সমথং পাড়ার পা‌শের এক‌টি ঝিরিতে মাছ ধরার জন্য এক‌টি জাল পেতে আসে। রবিবার সকাল ৬টার সময় মাছ সংগ্রহ করতে ঝিরিতে গে‌লে সেখা‌নে ভাল্লুক তা‌কে আক্রমণ করে। প‌রে স্থানীয় লোকজন সকাল ৮টার সময় বলাই পাড়া আর্মি ক্যাম্পে তা‌কে চিকিৎসার জন্য নিয়ে আসলে সেখা‌নে প্রাথ‌মিক চি‌কিৎসা শে‌ষে সা‌ড়ে ১২টার সময় সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে বলাইপাড়া আর্মি ক‍্যাম্প হতে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়।

বান্দরবান ৬৯ পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার মোঃ জিয়াউল হক জানান, উন্নত চি‌কিৎসার জন্য সেনাবা‌হিনী নিজস্ব হে‌লিকপ্টারে ক‌রে আহত‌ ব্য‌ক্তি‌কে চট্টগ্রাম নি‌য়ে গে‌ছে। পাহা‌ড়ের মানু‌ষের উন্নয়‌নের জন্য সেনাবা‌হিনী নিরলসভা‌বে কাজ ক‌রে যা‌চ্ছে।

আরো খবর.......

জনপ্রিয় সংবাদ

রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির সভা

বান্দরবা‌নে ভাল্লু‌কের আক্রমণে এক জুম চাষি আহত

আপডেট টাইম : ০৪:৫৭:৪৩ পূর্বাহ্ণ, সোমবার, ১৫ মার্চ ২০২১

বান্দরবান জেলা প্রতিনিধি।।

বান্দরবা‌নে ফের হিংস্র ভাল্লুকের হামলায় ১ জুম চাষি আহত হয়েছে। আহত ম্রোর নাম ক্রইল মুরং (৭৬) ।

রবিবার সকালে আলীকদ‌ম উপজেলার  কুরুকপাতা ইউনিয়নের সমথং পাড়া এলাকার এক‌টি ঝি‌ড়ি‌তে এ ঘটনা ঘটে। ঐ এলাকার একটি পাহাড়ি ঝিড়িতে মাছ ধরার সময় হিংস্র ভাল্লুক ওই জুম চাষের উপর আক্রমণ করে। আহত ঐ জুম চাষীকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে পার্শ্ববর্তী সেনাক্যাম্প পরে হেলিকপ্টারে করে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় লোকজন ও সেনাবা‌হিনী জানায়, রা‌তে সমথং পাড়ার পা‌শের এক‌টি ঝিরিতে মাছ ধরার জন্য এক‌টি জাল পেতে আসে। রবিবার সকাল ৬টার সময় মাছ সংগ্রহ করতে ঝিরিতে গে‌লে সেখা‌নে ভাল্লুক তা‌কে আক্রমণ করে। প‌রে স্থানীয় লোকজন সকাল ৮টার সময় বলাই পাড়া আর্মি ক্যাম্পে তা‌কে চিকিৎসার জন্য নিয়ে আসলে সেখা‌নে প্রাথ‌মিক চি‌কিৎসা শে‌ষে সা‌ড়ে ১২টার সময় সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে বলাইপাড়া আর্মি ক‍্যাম্প হতে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়।

বান্দরবান ৬৯ পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার মোঃ জিয়াউল হক জানান, উন্নত চি‌কিৎসার জন্য সেনাবা‌হিনী নিজস্ব হে‌লিকপ্টারে ক‌রে আহত‌ ব্য‌ক্তি‌কে চট্টগ্রাম নি‌য়ে গে‌ছে। পাহা‌ড়ের মানু‌ষের উন্নয়‌নের জন্য সেনাবা‌হিনী নিরলসভা‌বে কাজ ক‌রে যা‌চ্ছে।