ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামে ১১৫ তম জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার শরীফ।। বলি খেলা এক ধরনের কুস্তি খেলা যে খেলায় অনেক কুস্তি অংশগ্রহণ করেন জামালপুরে অর্থনৈতিক অঞ্চল সম্ভাবনার নতুন দুয়ার ঠাকুরগাঁও সদর উপজেলা রুহিয়া আখানগর ইসতিসকার নামাজে বৃষ্টির জন্য চোখের পানি ফেলে দোয়া গরু বহনকারী ভটভটির ধাক্কায় প্রাণ হারালো  দুই যুবক ইবিতে ভর্তি পরীক্ষার্থীদের জন্য থাকছে না কোন পরিবহন সেবা নবাবগঞ্জ প্রেসক্লাবের সকল সাংবাদিকের সঙ্গে ওসির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় পাকুন্দিয়া উপজেলায় ৪ মামলার পরোয়ানাভূক্ত পলাতক আসামী গ্রেফতার রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির সভা কোনাবাড়ি পল্লী বিদ্যুৎ পাওয়ার সাবস্টেশনে আগুন তামাক হচ্ছে মাদকের মূল লক্ষ্য -ডাঃ মোঃ নজরুল ইসলাম

কিংবদন্তী ক্রিকেট কার্নিভ্যাল, সিজন ৫ এর শিরোপা জিতলো “মিলেনিয়াম মাস্টার্স

কিংবদন্তী ক্রিকেট কার্নিভ্যাল, সিজন ৫ এর শিরোপা জিতলো “মিলেনিয়াম মাস্টার্স”। শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪ রাজধানীর শ্যামলীস্থ “শ্যামলী ক্লাব” ক্রিকেট মাঠে দুপুর ২টায় “মিলেনিয়াম মাস্টার্স” ও “নাইন্টিস মাস্টারমাইন্ড” এর মধ্যে অনুষ্ঠিত ফাইনালে “মিলেনিয়াম মাস্টার্স” ১০১ রানে ” নাইন্টিস মাস্টারমাইন্ড” কে পরাজিত করে প্রথম বারের মত টুর্নামেন্টের শিরোপা জয় করে।

এর আগে প্রথম সেমিফাইনালে “নাইন্টিস মাস্টারমাইন্ড” ৪ উইকেটে “স্টার অফ কুষ্টিয়া” কে পরাজিত করে। অপর সেমিফাইনালে “মিলেনিয়াম মাস্টার্স” ৭ উইকেটে “নওয়াব অফ ওল্ড ঢাকা” কে পরাজিত করে।
“কিংবদন্তী ক্রিকেট কার্নিভ্যাল, সিজন-৫” এর এর মূল পৃষ্টপোষক ছিলেন “কনকা” ও “অজিহা কনসালটেন্সি”।সহযোগী স্পন্সর ছিল রংপুর স্টিল।
আমরাই কিংবদন্তী (এসএসসি ২০০০ এবং এইচএসসি ২০০২) একটি অনলাইন ভিত্তিক ফেসবুক গ্রুপ, যেখানে সারা বাংলাদেশের এসএসসি ২০০০ এবং এইচএসসি ২০০২ সালের ছাত্র-ছাত্রীদের একত্র করে একক প্লাটফর্মে এনে মানব কল্যাণে কাজ করার প্রয়াসে এগিয়ে চলেছে।
বন্ধুদের একত্রিত করার প্রয়াসের ধারাবাহিকতা থেকে টানা ৫ম বারের মত সারা দেশ থেকে ১৬ টি দল নিয়ে গত ১২, ১৩, ১৯, ২০, ২৬, ২৭ জানুয়ারী ও ২ ফেব্রুয়ারী ২০২৪ কিংবদন্তী ক্রিকেট কার্নিভ্যাল, সিজন ৫ এর গ্রুপ পর্ব, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হয়।

উল্লেখ্যযে, পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার মোহাম্মদ ইলিয়াস সানি।কবি,ক্রীড়া সংগঠক ও রংপুর স্টীলের ব্যবস্থাপনা পরিচালক হামিম আব্দুল্লাহ।টুর্নামেন্টের আয়োজক নাজমুল হোসেন।পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনা করেন আয়োজক জামাল।
টুর্নামেন্টের “ফেয়ার প্লে” এর পুরস্কার পায় “নওয়াব অব ওল্ড ঢাকা” দল।
অনবদ্য খেলে এই টুর্নামেন্ট এর ম্যান অব দা টুর্নামেন্ট এর পুরস্কার পায় “নওয়াব অব ওল্ড ঢাকা” এর সাখাওয়াত হোসেন রূবেল। সেরা ব্যাটসম্যান ও ভ্যালুইয়েবল প্লেয়ার এর পুরস্কার পায় মিলেনিয়াম মাস্টার্স এর “হিরা রহমান” ও সেরা বোলার এর পুরস্কার পায় “স্টার অব কুষ্টিয়া” এর “এনাম ইমরান”। ম্যান অব দা ফাইনাল পুরস্কার পায় “মিলেনিয়াম মাস্টার্স” এর “হিরা রহমান”।
ট্রফি ছাড়া ও শিরোপা জয়ী দলের হাতে এক লক্ষ টাকা ও রানার আপ দলের হাতে পঞ্চাশ হাজার টাকা তুলে দেওয়া হয়।
দেশজুড়ে বন্ধুদের অংশগ্রহনে আয়োজিত এই ক্রিকেট খেলার মাধ্যমে নিজেদের ভাতৃত্ববোধ ও সম্প্রীতি বৃদ্ধির মাধ্যমে পরবর্তী সময়ে মানব কল্যাণে কাজ করাই এই আয়োজনের মূল লক্ষ্য।
উল্লেখ্যযে “মানবতার কল্যাণে কিংবদন্তী সবখানে” এই নীতিকথা থেকেই ১৫ নভেম্বর ২০১৭ থেকে যাত্রা শুরু করে বর্তমানে ৫০ হাজার সদস্যের অনলাইন পরিবারটি আগামীর পথে এগিয়ে চলেছে। এই অনলাইন গ্রুপ এর মানবিক কার্যক্রমকে ত্বরান্বিত করতেই “আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন” ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর যৌথ মূলধনী কোম্পানী ও ফার্মসমূহের পরিদপ্তর হতে নিবন্ধিত হয়।
এই গ্রুপটি এর আগেও সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন সামাজিক কাজে নিজেদের নিয়োজিত রেখেছিল, তারমধ্যে অন্যতম হচ্ছে দেশ জুড়ে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা, প্রতিবন্ধী শিশুদের সহায়তা কার্যক্রম, ফ্রি হেলথ ক্যাম্প, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র, নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ ও খাবার বিতরণ, বৃদ্ধাশ্রমে চিকিৎসা ও খাবার সরবরাহ এবং রক্তদান কর্মসূচীসহ বিবিধ কার্যক্রম।
একটি অনলাইন ভিত্তিক গ্রুপ হয়েও বন্ধুরা শুধু অনলাইনেই সীমাবদ্ধ না থেকে দেশের, সমাজের বিভিন্ন কাজে এগিয়ে এসেছে বন্ধুদের গ্রুপটি। এর সাথে যুক্ত হয়েছে সমাজের কিছু সচেতন সু-নাগরিক, যারা এই গ্রুপটি কে প্রতিনিয়ত ভালো কাজে উৎসাহ দিচ্ছে।
ধারাবাহিক ভাবে গ্রুপের পিছিয়ে পড়া সদস্যসহ দেশের প্রতিটি অঞ্চলের অসহায় মানুষদের পাশে চিকিৎসা সেবা সহ সকল মৌলিক সেবা পৌঁছে দিতে পরিকল্পনা করছে এই গ্রুপের সদস্যরা।

আরো খবর.......

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে ১১৫ তম জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার শরীফ।। বলি খেলা এক ধরনের কুস্তি খেলা যে খেলায় অনেক কুস্তি অংশগ্রহণ করেন

কিংবদন্তী ক্রিকেট কার্নিভ্যাল, সিজন ৫ এর শিরোপা জিতলো “মিলেনিয়াম মাস্টার্স

আপডেট টাইম : ০৬:২৯:০৪ অপরাহ্ণ, রবিবার, ৪ ফেব্রুয়ারি ২০২৪

কিংবদন্তী ক্রিকেট কার্নিভ্যাল, সিজন ৫ এর শিরোপা জিতলো “মিলেনিয়াম মাস্টার্স”। শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪ রাজধানীর শ্যামলীস্থ “শ্যামলী ক্লাব” ক্রিকেট মাঠে দুপুর ২টায় “মিলেনিয়াম মাস্টার্স” ও “নাইন্টিস মাস্টারমাইন্ড” এর মধ্যে অনুষ্ঠিত ফাইনালে “মিলেনিয়াম মাস্টার্স” ১০১ রানে ” নাইন্টিস মাস্টারমাইন্ড” কে পরাজিত করে প্রথম বারের মত টুর্নামেন্টের শিরোপা জয় করে।

এর আগে প্রথম সেমিফাইনালে “নাইন্টিস মাস্টারমাইন্ড” ৪ উইকেটে “স্টার অফ কুষ্টিয়া” কে পরাজিত করে। অপর সেমিফাইনালে “মিলেনিয়াম মাস্টার্স” ৭ উইকেটে “নওয়াব অফ ওল্ড ঢাকা” কে পরাজিত করে।
“কিংবদন্তী ক্রিকেট কার্নিভ্যাল, সিজন-৫” এর এর মূল পৃষ্টপোষক ছিলেন “কনকা” ও “অজিহা কনসালটেন্সি”।সহযোগী স্পন্সর ছিল রংপুর স্টিল।
আমরাই কিংবদন্তী (এসএসসি ২০০০ এবং এইচএসসি ২০০২) একটি অনলাইন ভিত্তিক ফেসবুক গ্রুপ, যেখানে সারা বাংলাদেশের এসএসসি ২০০০ এবং এইচএসসি ২০০২ সালের ছাত্র-ছাত্রীদের একত্র করে একক প্লাটফর্মে এনে মানব কল্যাণে কাজ করার প্রয়াসে এগিয়ে চলেছে।
বন্ধুদের একত্রিত করার প্রয়াসের ধারাবাহিকতা থেকে টানা ৫ম বারের মত সারা দেশ থেকে ১৬ টি দল নিয়ে গত ১২, ১৩, ১৯, ২০, ২৬, ২৭ জানুয়ারী ও ২ ফেব্রুয়ারী ২০২৪ কিংবদন্তী ক্রিকেট কার্নিভ্যাল, সিজন ৫ এর গ্রুপ পর্ব, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হয়।

উল্লেখ্যযে, পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার মোহাম্মদ ইলিয়াস সানি।কবি,ক্রীড়া সংগঠক ও রংপুর স্টীলের ব্যবস্থাপনা পরিচালক হামিম আব্দুল্লাহ।টুর্নামেন্টের আয়োজক নাজমুল হোসেন।পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনা করেন আয়োজক জামাল।
টুর্নামেন্টের “ফেয়ার প্লে” এর পুরস্কার পায় “নওয়াব অব ওল্ড ঢাকা” দল।
অনবদ্য খেলে এই টুর্নামেন্ট এর ম্যান অব দা টুর্নামেন্ট এর পুরস্কার পায় “নওয়াব অব ওল্ড ঢাকা” এর সাখাওয়াত হোসেন রূবেল। সেরা ব্যাটসম্যান ও ভ্যালুইয়েবল প্লেয়ার এর পুরস্কার পায় মিলেনিয়াম মাস্টার্স এর “হিরা রহমান” ও সেরা বোলার এর পুরস্কার পায় “স্টার অব কুষ্টিয়া” এর “এনাম ইমরান”। ম্যান অব দা ফাইনাল পুরস্কার পায় “মিলেনিয়াম মাস্টার্স” এর “হিরা রহমান”।
ট্রফি ছাড়া ও শিরোপা জয়ী দলের হাতে এক লক্ষ টাকা ও রানার আপ দলের হাতে পঞ্চাশ হাজার টাকা তুলে দেওয়া হয়।
দেশজুড়ে বন্ধুদের অংশগ্রহনে আয়োজিত এই ক্রিকেট খেলার মাধ্যমে নিজেদের ভাতৃত্ববোধ ও সম্প্রীতি বৃদ্ধির মাধ্যমে পরবর্তী সময়ে মানব কল্যাণে কাজ করাই এই আয়োজনের মূল লক্ষ্য।
উল্লেখ্যযে “মানবতার কল্যাণে কিংবদন্তী সবখানে” এই নীতিকথা থেকেই ১৫ নভেম্বর ২০১৭ থেকে যাত্রা শুরু করে বর্তমানে ৫০ হাজার সদস্যের অনলাইন পরিবারটি আগামীর পথে এগিয়ে চলেছে। এই অনলাইন গ্রুপ এর মানবিক কার্যক্রমকে ত্বরান্বিত করতেই “আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন” ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর যৌথ মূলধনী কোম্পানী ও ফার্মসমূহের পরিদপ্তর হতে নিবন্ধিত হয়।
এই গ্রুপটি এর আগেও সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন সামাজিক কাজে নিজেদের নিয়োজিত রেখেছিল, তারমধ্যে অন্যতম হচ্ছে দেশ জুড়ে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা, প্রতিবন্ধী শিশুদের সহায়তা কার্যক্রম, ফ্রি হেলথ ক্যাম্প, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র, নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ ও খাবার বিতরণ, বৃদ্ধাশ্রমে চিকিৎসা ও খাবার সরবরাহ এবং রক্তদান কর্মসূচীসহ বিবিধ কার্যক্রম।
একটি অনলাইন ভিত্তিক গ্রুপ হয়েও বন্ধুরা শুধু অনলাইনেই সীমাবদ্ধ না থেকে দেশের, সমাজের বিভিন্ন কাজে এগিয়ে এসেছে বন্ধুদের গ্রুপটি। এর সাথে যুক্ত হয়েছে সমাজের কিছু সচেতন সু-নাগরিক, যারা এই গ্রুপটি কে প্রতিনিয়ত ভালো কাজে উৎসাহ দিচ্ছে।
ধারাবাহিক ভাবে গ্রুপের পিছিয়ে পড়া সদস্যসহ দেশের প্রতিটি অঞ্চলের অসহায় মানুষদের পাশে চিকিৎসা সেবা সহ সকল মৌলিক সেবা পৌঁছে দিতে পরিকল্পনা করছে এই গ্রুপের সদস্যরা।