গাজায় ইসরাইলি সেনারা ঘরে ঘরে লুটপাট পরিচা
- আপডেট টাইম : ০৩:৫২:২৬ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪
- / ৯৯ ৫০০০.০ বার পাঠক
তিন মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা চালাচ্ছে ইসরাইলি সেনারা। এর ফলে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে উপত্যকাটি। সাম্প্রতিক এক প্রতিবেদনে দেখা গেছে, চলমান এই যুদ্ধে গাজার ৭০ শতাংশেরও বেশি বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। এরই মধ্যে গাজায় ঘরে ঘরে লুটপাট চালাচ্ছে ইসরাইলি সেনারা। এখন পর্যন্ত উপত্যকাটি থেকে তারা প্রায় ২৫ মিলিয়ন ডলার ও বিভিন্ন দামি শিল্পকর্ম চুরি করেছে বলে দাবি করেছে গাজার সরকারি মিডিয়া অফিস।
রোববার (৭ জানুয়ারি) গাজার সরকারি মিডিয়া অফিসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, শনিবার তারা গাজার অনেক বাসিন্দার কাছ থেকে অভিযোগ পেয়েছেন। তারা জানিয়েছেন, হামাস-ইসরাইল সংঘাতের ৯২ দিনে ইসরাইলি সেনারা আনুমানিক ৯০ মিলিয়ন শেকেল বা আড়াই কোটি ডলার লুটপাট করেছে। এর মধ্যে সোনা ও বিভিন্ন দামি শিল্পকর্মও আছে।
মিডিয়া অফিস জানিয়েছে, ইসরাইলি সেনারা বিভিন্নভাবে এই লুটপাট করছে। তারা বিভিন্ন চেকপয়েন্টেও লুটপাট চালাচ্ছে। সম্প্রতি সালাহ আর দিন সড়কে বাস্তুচ্যুত গাজাবাসীর কাছ থেকে টাকা, সোনা ও শিল্পকর্মভর্তি একটি ব্যাগ ছিনিয়ে নেয়। ভুক্তভোগীরা উত্তর থেকে দক্ষিণ গাজায় যাচ্ছিলেন। এ ছাড়াও বাড়ি বাড়ি স্থল অভিযান চালিয়েও ইসরাইলি সেনারা লুটপাট করছে বলে জানিয়েছে মিডিয়া অফিস। মিডিয়া অফিস আরও জানিয়েছে, ইসরাইলি সেনারা তাদের এসব লুটপাটের ছবি ও ভিডিও ফুটেজ নিয়ে সেসব তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করে।
সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করা এসব ভিডিওতে দেখা গেছে, লুটপাট করা সামগ্রী নিয়ে উল্লাস করছে ইসরাইলি সেনারা। ভিডিওতে তাদের স্বর্ণের চেইন, গিটার নিয়ে পোজ দিতেও দেখা গেছে। যদিও এখনও এই বর্বর কর্মকাণ্ডের বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরাইলি কর্তৃপক্ষ। এর আগে পশ্চিম তীর থেকে ইসরাইলি বাহিনীর লুটপাটের খবর পাওয়া গেছে। অধিকৃত পশ্চিম তীরের রামাল্লা, জেনিন ও হেবরনে অন্তত ৯টি মানি এক্সচেঞ্জ অফিসে হামলা চালায় ইসরাইলি দখলদার বাহিনী। এ সময় অফিসগুলো থেকে অন্তত ২৮ লাখ ডলার লুটে নেয় তারা।