হাতির বিরুদ্ধে আনোয়ারা থানায় অভিযোগ

- আপডেট টাইম : ০২:৩৭:৪২ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪
- / ২১৬ ৫০০০.০ বার পাঠক
চট্টগ্রামের আনোয়ারায় হাতির আক্রমণে একটি মুদি দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে দেড় লাখ টাকার ক্ষতি হয় বলে উল্লেখ করেন ভুক্তভোগী।
৩১ ডিসেম্বর (রবিবার) ভোর ৫টায় উপজেলার বৈরাগ ইউনিয়নের মধ্যম গুয়াপঞ্চক গ্রামের আমুর পাড়ায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর ক্ষতিগ্রস্ত দোকান মালিক মোঃ আবদুল হাকিম (৩২) থানায় হাতির বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয় রবিবার ভোর ৫ টার সময় হঠাৎ হাতি এসে আমার সেমিপাকা দোকানে আক্রমণ করে দোকানের গ্রিল ভেঙে ফেলে হাতি। এ সময় আমি দোকানে ঘুমাচ্ছিলাম। হঠাৎ ঘুম ভেঙে গেলে আমি প্রাণে বেঁচে বের হতে পারলেও হাতির দল আমার দোকানের চাল, গম, চিনি, আটা, ভুষিসহ প্রায় দেড় লক্ষ টাকার ক্ষতি করে।
এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহম্মেদ জানান, হাতির আক্রমণে একটি দোকানের মালামাল ক্ষতি হওয়ার কারণে থানায় একটি জিডি হয়েছে।
বিভিন্ন সময় হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত হওয়া ভুক্তভোগীরা এসে অভিযোগ দিয়ে যায়। আমরা বিষয়টি সরেজমিনে তদন্ত করি।