গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১৪২ কর্মী, উদ্বেগ জাতিসংঘের
- আপডেট টাইম : ০৬:৪৯:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩
- / ৯৩ ৫০০০.০ বার পাঠক
যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকায় ত্রাণ কার্যক্রম চলাতে গিয়ে গত দুইমাসের বেশি সময়ে ইসরায়েলি হামলায় ১৪২ জন জাতিসংঘ কর্মী প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনআরডব্লিউএ)।
গতকাল সোমবার ইউএনআরডব্লিউএ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছে, ‘আমাদের অনেক দল গাজায় জরুরি সাহায্যের প্রয়োজন রয়েছে এমন লোকজনের সহায়তা করার জন্য অসম্ভব রকমের কাজ করে যাচ্ছে। আমরা গাজায় আরো ইউএনআরডব্লিউএ’র সহকর্মীদের মৃত্যুতে শোক প্রকাশ করছি। বর্তমানে মৃত্যুর এই সংখ্যা বেড়ে ১৪২ জনে দাঁড়িয়েছে।
ইউএনআরডব্লিউএর পক্ষ থেকে আগেই জানানো হয়েছে, ইতিহাসে এর আগে আর কোনো একক সংঘাতে সংস্থাটির একসঙ্গে এত কর্মীর প্রাণহানির ঘটনা ঘটেনি।
উল্লেখ, গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। তারপর থেকেই গাজায় বিমান হামলা ও স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েল। দুই মাসের বেশি সময় ধরে ইসরায়েলের নির্বিচার হামলায় গাজায় ২০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এরমধ্যে ৭০ শতাংশেরও বেশি নারীও শিশু। আহত হয়েছেন ৫৪ হাজার ফিলিস্তিনি।
এছাড়া ইসরায়েলি বর্বরোচিত হামলায় গাজার হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। যা গত ৭৫ বছরে ফিলিস্তিনিদের জন্য সবচেয়ে মারাত্মক সংঘর্ষ হিসাবে চিহ্নিত করেছে।