সংবাদ শিরোনাম ::
টেকনাফে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে দুই মাদক কারবারি নিহত
সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ০৮:০৯:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১
- / ৩১৪ ৫০০০.০ বার পাঠক
কক্সবাজার প্রতিনিধি।।
টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই মাদক কারবারি নিহত হয়েছে।
আজ মঙ্গলবার ভোরে নাফ নদীর নাজিরপাড়া পয়েন্টে এই ঘটনা ঘটে।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খান বলেন, ঘটনাস্থল থেকে ৩ লাখ ৬০ হাজার পিস ইয়াবা, দেশীয় আগ্নেয়াস্ত্র ও কিরিচ উদ্ধার করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, টেকনাফের নাফ নদীর নাজিরপাড়া পয়েন্ট দিয়ে ইয়াবার একটি বড় চালান প্রবেশ করবে এমন খবর পেয়ে ভোরে বিজিবি সদস্যরা সেখানে অবস্থান নেয়। তাদের অবস্থান টের পেয়ে মাদক কারবারিরা গুলি ছুড়লে আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থলে ৩ লাখ ৬০ হাজার ইয়াবাসহ অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তির মরদেহ পাওয়া যায়। মরদেহ উদ্ধার করে প্রথমে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে।
আরো খবর.......