উখিয়া’র সোনার পাড়া বাজারে অতিরিক্ত ইজারা আদায়ের অভিযোগ!
- আপডেট টাইম : ০৩:০০:৪৯ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩
- / ১৬৩ ৫০০০.০ বার পাঠক
অদ্য ৬ই ডিসেম্বর ২০২৩ইংরেজি রোজ বুধবার সকাল আনুমানিক ১১ঘটিকার সময় কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ১নং জালিয়া পালং ইউনিয়ন এর ঐতিহ্যবাহী সোনার পাড়া বাজারের ইজারাদারের অতিরিক্ত ইজারা আদায়ের প্রতিবাদে এক মানব বন্ধনের আয়োজন করেন, সোনারপাড়া বাজারের সচেতন ব্যবসায়ী ও সাধারণ জনগণ।
স্থানীয় ব্যবসায়ীরা বলেন আমাদের এলাকার আয় রোজগারের পথ হচ্ছে দু’টি ১ম সুপারি চাষ ২য় পান চাষ এই সুপারি বিক্রির উপর নির্ভর করে আমরা পুরো বছর চলি।
এ বছরে সুপারির ফলন যথেষ্ট ভালো হয়েছে কিন্তু সমস্যা হচ্ছে বাজারে ক্রেতা নাই! ব্যবসায়ীদের কাছ থেকে জানতে চাওয়া হলে তারা বলেন অন্যান্য বছরের চাইতে এই বছর ইজারার টাকা বৃদ্ধি করার ফলে বাহিরের কোন ক্রেতারা সোনার পাড়া বাজার আসছে না।
কাজেই সুপারির দাম ও কম বিক্রি ও তেমন হচ্ছে না।একজন স্থানীয় লোক বলেন সুপারি বিক্রি না করে বাড়ি নিয়ে গেলেও ইজারা দিতে হয় তাদের। আরেক ব্যক্তি বলেন অতিরিক্ত ইজারা আদায় করতে গিয়ে অনেক সময় ঝগড়াঝাটি হয়।
এ বিষয় সোনার পাড়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান বলেন বাজারে যদি এভাবে ইজারা বৃদ্ধি করা হলে বাহিরের ক্রেতারা না আসলে আমাদের বাজারটি অল্পতে বন্ধ হয়ে যেতে পারে। খুব শীগ্রই এসমস্যা সমাধান করার জন্য উপজেলা ও জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন বলে তিনি জানান।
বাজারের উন্নয়নের বিষয়ে তিনি আরো বলেন প্রতি বছর আমরা সরকারকে কোটি কোটি টাকা রাজস্ব দিই, কিন্তু আমাদের বাজারের তেমন কোন উন্নয়ন হয়নি। একটি শেট কিংবা নালা সংস্কারের ব্যবস্থা ও হয়নি, অন্য দিকে রাস্তার কাজ শুরু হয়েছে কিন্তু গত এক বছর অতিবাহিত হলেও এখনো পর্যন্ত এর শেষ হয়নি।