গরীব কৃষকদের কথা দিয়ে কথা রাখলেন চেয়ারম্যান শ্রী সব্যসাচী গায়েন
- আপডেট টাইম : ১১:৪৭:৫৪ পূর্বাহ্ণ, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩
- / ৯৭ ৫০০০.০ বার পাঠক
আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের রঙ্গিলাবাদ অঞ্চলের চকা বিস্টুপুর থেকে গরীব কৃষকদের জন্য খাল খননের কাজ শুরু করে দিয়েছেন মগরাহাট পশ্চিমের উস্তি ব্লক উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান শ্রী সব্যসাচী গায়েন। তিনি কিছু দিন আগে অসহায় গরীব কৃষকদের কথা ভেবে প্রায় ১৫থেকে, ২৫কিলোমিটার, খাল খননের কাজ শুরু করার কথা বলেছিলেন। কিন্তু কেন্দ্রীয় সরকারের বঞ্চনার ফলে পশ্চিম বাংলা র বিভিন্ন জন উন্নয়নের কাজের টাকা দেয়নি। তাতে বিচলিত হননি চেয়ারম্যান শ্রী সব্যসাচী গায়েন,তিনি নিজের চেষ্টায় এবং নিজের তহবিল থেকে টাকা খরচ করে গরীব কৃষকদের জন্য খাল খননের কাজ শুরু করে দিয়েছেন। তিনি তার এলাকায় সাধারণ মানুষের জন্য জনকল্যাণমূলক কাজের জন্য খ্যাতি অর্জন করেছেন। কোন গরীব ও অসহায় মানুষ বিপদে পড়লে তাকে সবসময় সাহায্য র হাত বাড়িয়ে দেন। আজকে তার ব্যাতিক্রম হয়নি। এই খাল খননের জন্য প্রায় চার থেকে পাঁচ লাখ টাকার বেশি খরচ হতে পারে। কিন্তু তিনি তাতে দমেননি, কারণ পশ্চিম বাংলা র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ থেকে শিখেছেন কিভাবে লড়াই করে বাঁচাতে হয় এবং সাধারণ মানুষের সেবা করতে হয়। মগরাহাট পশ্চিমের উস্তি ব্লক উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান শ্রী সব্যসাচী গায়েনের পরিবারের সকলেই সমাজ মূলক কাজের সাথে সম্পর্ক স্থাপন করে চলেন। আজকের এই খাল খননের ফলে রঙ্গিলাবাদ অঞ্চলের এবং হরিহরপুর অঞ্চলের প্রায় দুই থেকে তিন লাখ গরীব কৃষকদের লাভ হবে। এবং নদীর জোয়ারের জল সরবরাহের ফলে লাভবান হবে সবুজ ফসলের। উপকৃত হবে কয়েক লক্ষ কৃষক।।