ঢাকা ০১:১৮ অপরাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরে কমেছে তাপমাত্রা, ভোরে লাগে শীত। ব্রাহ্মণবাড়িয়া ছেলের কবরের বেড়া দিতে গিয়ে মারা গেলেন বাবা বিশ্ব মুক্ত সাংবাদিক দিবস জামালপুরে আমের ফলন কমার আশংকা আজমিরীগঞ্জে জনৈক এক নারীকে ইভটিজিং, মোবাইল কোর্টের জেল ও জরিমানা ইবিতে ‘বি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত আওয়ামী লীগের কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন: মুরাদ কবির সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেলপার গুরুতর আহত কুরআনে যাদেরকে আল্লাহর ওলি বলা হয়েছে। দুধরচকী। পাকুন্দিয়া উপজেলার পাটুয়াবাঙ্গা দর্গাবাজারে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মো: মকবুল হোসেনের পথসভা ও গণসংযোগ

অর্থাভাবে নিভে যাচ্ছে ক্যান্সার আক্রান্ত শাকিলের জীবন

  • ইবি প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : ১১:০৬:৪৮ পূর্বাহ্ণ, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩
  • ৬৪ ০.০০০ বার পাঠক

পাকস্থলীর ক্যান্সারে আক্রান্ত শাকিলের অর্থাভাবে নিভে যাচ্ছে জীবন। দারিদ্রের কারণে চিকিৎসা করাতে না পারায় দিন-দিন অসুস্থ হয়ে পড়ছে নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের নরসিংপুরের মোঃ শাকিল। চিকিৎসকরা বলেছেন, শিগ্রই শাকিলের অপারেশন না করালে তাকে বাঁচানো সম্ভব না । চিকিৎসার জন্য প্রয়োজন অন্তত ৫ লাখ টাকার অধিক । কিন্তু রাজমিস্রি বাবা ও গার্মেন্টস শ্রমিক ভাই পক্ষে এতো টাকা জোগাড় করা সম্ভব নয়। তাই শাকিলের চিকিৎসায় বিত্তবানদের কাছে সহযোগিতা চায় তার পরিবার।

সোমবার (২৭ নবেম্বর) রাতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শাকিলকে, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল,বাংলাদেশ, ঢাকা মহাখালীতে ভর্তি করানো হয়। চিকিৎসকের পরামর্শে একবার কেমোথেরাপি দেওয়া হয়, আরও কয়েকবার কেমোথেরাপি দেওয়ার পর অপারেশন করানো হবে বলে জানান চিকিৎসক।

মৃত্যুশয্যায় শায়িত শাকিলের বাবা শপন সরদার কান্যাজড়িত কন্ঠে বলেন, আমার চার সন্তানের মধ্যে শাকিল মেঝো ছেলে। আমার ছেলের এলাকায় সুনাম আছে, সে নম্র, ভদ্র ও ভালো ছেলে হিসেবে পরিচিত । আমার ছেলে কখনো কারো ক্ষতি করেনি। ছেলের চিকিৎসার জন্য জমানো সব সঞ্চয় ব্যয় করেছি শুধু ভিটে বাড়িটা ছাড়া। মেঝো ছেলেটাকে নিয়ে ছুটতে গিয়ে বড় ছেলের কাজটা চলে গেছে। এখন অর্থ সংকটে চিকিৎসার ব্যয় বহন করতে না পারায় আমার ছেলে মৃত্যু যন্ত্রণা কাতরাচ্ছে । তিনি আরো বলেন, সমাজের মানবিক ও বিত্তশালীদের প্রতি বিশেষ অনুরোধ আপনাদের সামান্য সহযোগিতায় হয়তো আমার ছেলের জীবন বেঁচে যেতে পারে।

সাহায্য পাঠানোর ঠিকানা :
বিকাশ: 01969157980 ও নগদ: 01835144405 (শাকিলের বাবা)
আই এফ আইসি ব্যাংক, পঞ্চবটি ব্রাঞ্চ : 0170144295811( শাকিলের বড় ভাই)

আরো খবর.......

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিনাজপুরে কমেছে তাপমাত্রা, ভোরে লাগে শীত।

অর্থাভাবে নিভে যাচ্ছে ক্যান্সার আক্রান্ত শাকিলের জীবন

আপডেট টাইম : ১১:০৬:৪৮ পূর্বাহ্ণ, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩

পাকস্থলীর ক্যান্সারে আক্রান্ত শাকিলের অর্থাভাবে নিভে যাচ্ছে জীবন। দারিদ্রের কারণে চিকিৎসা করাতে না পারায় দিন-দিন অসুস্থ হয়ে পড়ছে নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের নরসিংপুরের মোঃ শাকিল। চিকিৎসকরা বলেছেন, শিগ্রই শাকিলের অপারেশন না করালে তাকে বাঁচানো সম্ভব না । চিকিৎসার জন্য প্রয়োজন অন্তত ৫ লাখ টাকার অধিক । কিন্তু রাজমিস্রি বাবা ও গার্মেন্টস শ্রমিক ভাই পক্ষে এতো টাকা জোগাড় করা সম্ভব নয়। তাই শাকিলের চিকিৎসায় বিত্তবানদের কাছে সহযোগিতা চায় তার পরিবার।

সোমবার (২৭ নবেম্বর) রাতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শাকিলকে, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল,বাংলাদেশ, ঢাকা মহাখালীতে ভর্তি করানো হয়। চিকিৎসকের পরামর্শে একবার কেমোথেরাপি দেওয়া হয়, আরও কয়েকবার কেমোথেরাপি দেওয়ার পর অপারেশন করানো হবে বলে জানান চিকিৎসক।

মৃত্যুশয্যায় শায়িত শাকিলের বাবা শপন সরদার কান্যাজড়িত কন্ঠে বলেন, আমার চার সন্তানের মধ্যে শাকিল মেঝো ছেলে। আমার ছেলের এলাকায় সুনাম আছে, সে নম্র, ভদ্র ও ভালো ছেলে হিসেবে পরিচিত । আমার ছেলে কখনো কারো ক্ষতি করেনি। ছেলের চিকিৎসার জন্য জমানো সব সঞ্চয় ব্যয় করেছি শুধু ভিটে বাড়িটা ছাড়া। মেঝো ছেলেটাকে নিয়ে ছুটতে গিয়ে বড় ছেলের কাজটা চলে গেছে। এখন অর্থ সংকটে চিকিৎসার ব্যয় বহন করতে না পারায় আমার ছেলে মৃত্যু যন্ত্রণা কাতরাচ্ছে । তিনি আরো বলেন, সমাজের মানবিক ও বিত্তশালীদের প্রতি বিশেষ অনুরোধ আপনাদের সামান্য সহযোগিতায় হয়তো আমার ছেলের জীবন বেঁচে যেতে পারে।

সাহায্য পাঠানোর ঠিকানা :
বিকাশ: 01969157980 ও নগদ: 01835144405 (শাকিলের বাবা)
আই এফ আইসি ব্যাংক, পঞ্চবটি ব্রাঞ্চ : 0170144295811( শাকিলের বড় ভাই)