রানিশংকৈলে ভাতাভোগীদের লাইভ ভেরিফেকশন কার্যক্রমের শেষ তারিখ ঘোষণা।
- আপডেট টাইম : ০৩:৩৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩
- / ১২৯ ৫০০০.০ বার পাঠক
ঠাকুরগাঁওয়ের রানিশংকৈল উপজেলার, চলমান কার্যক্রম ভাতাভোগীদের লাইভ ভেরিফেকশন ৩০নভেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত চলমন থাকবে মর্মে, একটি পৌরসভা ও আট টি ইউনিয়নে নোটিশ পাঠিয়েছেন উপজেল সমাজ সেবা কর্মকর্তা আব্দুর রহিম।
নোটিশে বলা হয়েছে, রানিশংকৈল উপজেলার যে- সকল বয়স্ক,বিধবা ও স্বামি নিগৃহীতা, মহিলা ভাতা,প্রতিবন্ধী ও প্রতিবন্ধী শিক্ষাউপবৃত্তি ভাতাভোগীগণ,এখনো লাইভ ভেরিফেকশন কার্যক্রমের সম্পন্ন করেননি, তাহাদের ৩০ নভেম্বর ২০২৩ ইং তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে, অন্যথায় তাদের ভাতা/ উপবৃত্তি বাতিল করে প্রতিস্থাপন করা হবে। এতে কর্তৃপক্ষ কোন প্রকার দায়-দায়িত্ব বহন করিবে না।
রানিশংকেল উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম এই প্রতিপাদক কে আরো জানান,
এ উপজেলার বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের লাইভ ভেরিফেকশন কার্যক্রম শুরু হয়েছে। ভাতাভোগীরা স্ব-শরিরে উপস্থিত হয়ে ভাতা নিশ্চিত করতে হবে। অধিকাংশ সময় বয়স্ক ভাতার ক্ষেত্রে দেখা যায়, বয়স্ক ভাতাভোগী লোকটি মারা গেছে, ভাতাভোগীর আত্মীয় স্বজনের মধ্য থেকে একজন লোক ভাতার টাকা উত্তোলন করে আসছে। ইউপি পরিষদ বা সমাজ সেবা অফিস কে এই তথ্য সঠিক সময়ে দেওয়া হয় না। সঠিক তথ্য না দেওয়ার কারনে অন্য একজন অসহায় মানুষ বয়স্ক ভাতা থেকে বঞ্চিত হচ্ছে।
বিধবা ভাতাভোগীর ক্ষেত্রে দেখা যায়, মহিলাটির ২য় বিবাহ হয়েছে সঠিক তথ্য না দেওয়ায় সেই মহিলাটি বিধবা ভাতা ভোগ করে আসছে। একজন অসহায় মহিলা বিধবা ভাতা থেকে বঞ্চিত।
পঙ্গু ভাতার ক্ষেত্রে দেখা যায়, লোকটি মারা গেলেও ভাতাভোগীর কেউ টাকা উত্তোলন করে আসছে ফলে একজন অসহায় পঙ্গু লোক ভাতা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। যে সকল ভাতাভোগী আগামী ৩০নভেম্বর ২০২৩ ইং তারিখের মধ্যে লাইভ ভেরিফেকশন কার্যক্রম সম্পন্ন করবেন না তাদের ভাতা/ উপবৃত্তি বাতিল করে নতুন করে প্রতিস্থাপন করা হবে।