আজ ভোজের হাট এলাকায় শ্রী শ্রী শ্যামা পূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জননেতা শওকত মোল্লা
- আপডেট টাইম : ০৫:১১:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩
- / ১০৯ ৫০০০.০ বার পাঠক
দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত ভাঁঙড় ও ক্যানিং পূর্বে র ভোজের হাটে একটি সামাজিক সংগঠন উদ্দোগে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বাংলা র বিধান সভার সদস্য এবং সুন্দর বন উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান ও পশ্চিম বাংলা র তৃনমূল দলের অন্যতম সাধারণ সম্পাদক জননেতা শওকত মোল্লা। সেই সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জেলা পরিষদের বন ও ভূমি সংস্কার এর কর্মধক্ষ্য ও তৃনমূল দলের অন্যতম নেতা মোক্তার সেখ। এবং ক্যানিং পূর্বে র সভাপতি সেকেন্দার সেখ। এবং সাদিক লস্কর। এই অনুষ্ঠানে উপস্থিত সকলকেই শ্যামা পূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আগত মানুষের সাধুবাদ জানান। এই অনুষ্ঠানে সামাজিক নানা রকম ক্রিয়াকলাপের মধ্যে সাধারণ মানুষের মধ্যে মেলবন্ধন তৈরি করতে সাহায্য করে বলেন জানান জননেতা শওকত মোল্লা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বে র এবং ভাঙড় থানা এলাকার বিভিন্ন অঞ্চলের প্রধান ও উপপ্রধান এবং পঞ্চায়েত সমিতি ও পঞ্চায়েত সদস্য এবং তৃনমূল দলের নেতৃত্ব।।