শ্যামা পূজা উপলক্ষে গরীব ও অসহায় মানুষের মধ্যে পোশাক পরিধান বিতরণ করেন সভাপতি সব্যসাচী গায়েন

- আপডেট টাইম : ০৩:৫৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩
- / ১২৯ ১৫০০০.০ বার পাঠক
আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত মগরাহাট পশ্চিমের হরিহরপুর অঞ্চলের মহেশ দাঁড়ি এলাকায় ঘোষপাড়া এলাকায় গরীবের মধ্যে পোশাক পরিধান বিতরণ করেন মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান শ্রী সব্যসাচী গায়েন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিহরপুর অঞ্চলের প্রধান ও তৃনমূল দলের অন্যতম নেতা রাইহান লস্কর এবং অঞ্চলের সদস্য এবং তৃনমূল দলের অন্যান্য নেতৃত্ব। এই অনুষ্ঠানে প্রায় শতাধিক গরীব ও অসহায় মানুষের মধ্যে পোশাক পরিধান বিতরণ করা হয়। তার মধ্যে মহিলাদের জন্য শাড়ি ও শালোয়ার কামিজ। এবং বাচ্চাদের জন্য জামা ও প্যান্ট ও যুবক ও বড়দের জন্য লঙি ও পায়জামা এবং অন্যান্য পরিধান বিতরণ করা হয়। এর আগে মগরাহাট পশ্চিমের বিভিন্ন অঞ্চলের গরীব মানুষের মধ্যে দুর্গা পূজা র সময় পোশাক পরিধান বিতরণ করেন মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান শ্রী সব্যসাচী গায়েন। আজ বৈকাল থেকে পোশাক পরিধান বিতরণ করা হয়।।