আর অপেক্ষা নয়, এবার থেকে সারা বছর চলবে দুয়ারে সরকার ঘোষণা মমতার
- আপডেট টাইম : ০৩:৫১:০৯ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩
- / ১৫৭ ৫০০০.০ বার পাঠক
পশ্চিম বাংলা র তৃনমূল দলের সভানেত্রী ও পশ্চিম বাংলা র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সিদ্ধান্ত গ্রহণ করছেন যে সারা বছর ধরে দুয়ারে সরকার চলবে। এদিন পশ্চিম বাংলা র রাজ্যের সচিবালয় নবান্ন থেকে জানা গেছে। সব ঠিক থাকলে নভেম্বর মাসে প্রতিটি ব্লক ও শহরের এবং উপশহর এলাকায় এই দুয়ারে সরকার চলবে। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে লক্ষীর ভান্ডার প্রকল্প হাতে নিতে চলছে। কারণ বর্তমানে সারা পশ্চিম বাংলা র লক্ষীর ভান্ডার প্রকল্পের আওতায় প্রায় ১কোটি, ৯৮লক্ষ৩৩হাজার, মহিলা সুযোগ সুবিধা পান। এই প্রকল্প আরও বাড়িয়ে নিতে চান পশ্চিম বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তার সরকার সারা রাজ্যের প্রায় ২কোটি, ৭লক্ষ, ৫৯হাজার, মহিলাদের মধ্যে ভাগ করে দিতে চান। তার জন্য ব্যায় হবে প্রায় ৫০০কোটি, টাকা। সেই সঙ্গে তপশিলি জাতি ও উপজাতির মহিলাদের জন্য ৯লাখ, ৫হাজার, করে দিতে চান। যার ফলে তপশিলি জাতি ও উপজাতির মহিলাদের সুযোগ পান। বর্তমানে পশ্চিম বাংলা র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আর্থিক অবস্থার কিছুটা অসুবিধার মধ্যে রয়েছে। কিন্তু মহিলাদের জন্য লক্ষীর ভান্ডার প্রকল্পের কাজ থামিয়ে দিতে চান না। সারা পশ্চিম বাংলা র জেলার ক্ষেত্রে গ্রামীণ এলাকায় মহিলাদের ক্ষেত্রে ব্লক উন্নয়ন বোর্ড অথাৎ বি ডি ও অফিসে তাদের লক্ষীর ভান্ডারের জন্য আবেদন করতে হবে। এবং উপশহর এলাকায় পৌরসভায় মহিলাদের দরখাস্ত করতে হবে। এবং কলকাতার বিভিন্ন অঞ্চলের ক্ষেত্রে পৌরসভার গিয়ে আবেদন করতে হবে লক্ষীর ভান্ডারের অর্থ পাবার জন্য। তার পর সব আবেদন পত্র খুটিয়ে দেখার পর তা সরকারের কাছে পৌঁছে দেওয়া হবে লক্ষীর ভান্ডারের অর্থ পাবার জন্য। এই ভাবে সারা বছর ধরে চলবে লক্ষীর ভান্ডারের অর্থ পাবার আবেদন পত্র।।