ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪
সংবাদ শিরোনাম ::

কক্সবাজারে যে ১৪ ইউপিতে ১১ এপ্রিল নির্বাচন

কক্সবাজার প্রতিনিধি।।

পর্যটন নগরী কক্সবাজারের কিছু কিছু এলাকায় ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের দিন নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ মার্চ, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৯ মার্চ এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৪ মার্চ। সম্প্রতি নির্বাচন ভবনে কমিশনের এক সভায় এ তফসিল চূড়ান্ত করা হয় বলে জানা গোেছ। সভা শেষে নির্বাচন কমিশনের সচিব মো: হুমায়ুন কবীর খোন্দকার সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ৩৭১টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৩০টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে ভোটগ্রহণ করা হবে। বাকিগুলোতে কাগজের ব্যালটে ভোট হবে।

আগামী ১১ এপ্রিল প্রথম ধাপে যে ৩৭১ ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে, তন্মধ্যে কক্সবাজার জেলার ১৪টি ইউনিয়ন পরিষদ রয়েছে। সেগুলো হচ্ছে- কক্সবাজার মহেশখালীর হোয়ানক, মাতারবাড়ী ও কুতুবজোম। কুতুবদিয়ার আলী আকবর ডেইল, বড়ঘোপ, দক্ষিণধুরং, কৈয়ারবিল, লেমশীখালী ও উত্তর ধুরুং। টেকনাফের হ্নীলা, সাবরাং, সেন্টমার্টিন, টেকনাফ ও হোয়াইক্যং। সূত্র জানিয়েছে, বিদ্যমান আইন অনুযায়ী দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান পদে দলীয় প্রতীক এবং সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে নির্দলীয় প্রতীকে ভোট হবে।

আরো খবর.......

জনপ্রিয় সংবাদ

পাহাড় পুর বাজারে ক্ষমতার দাপটে সরকারি শৌচাগার বন্ধ করে দোকান ঘর নির্মাণ,

কক্সবাজারে যে ১৪ ইউপিতে ১১ এপ্রিল নির্বাচন

আপডেট টাইম : ১০:৫৭:০৬ পূর্বাহ্ণ, শুক্রবার, ৫ মার্চ ২০২১

কক্সবাজার প্রতিনিধি।।

পর্যটন নগরী কক্সবাজারের কিছু কিছু এলাকায় ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের দিন নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ মার্চ, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৯ মার্চ এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৪ মার্চ। সম্প্রতি নির্বাচন ভবনে কমিশনের এক সভায় এ তফসিল চূড়ান্ত করা হয় বলে জানা গোেছ। সভা শেষে নির্বাচন কমিশনের সচিব মো: হুমায়ুন কবীর খোন্দকার সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ৩৭১টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৩০টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে ভোটগ্রহণ করা হবে। বাকিগুলোতে কাগজের ব্যালটে ভোট হবে।

আগামী ১১ এপ্রিল প্রথম ধাপে যে ৩৭১ ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে, তন্মধ্যে কক্সবাজার জেলার ১৪টি ইউনিয়ন পরিষদ রয়েছে। সেগুলো হচ্ছে- কক্সবাজার মহেশখালীর হোয়ানক, মাতারবাড়ী ও কুতুবজোম। কুতুবদিয়ার আলী আকবর ডেইল, বড়ঘোপ, দক্ষিণধুরং, কৈয়ারবিল, লেমশীখালী ও উত্তর ধুরুং। টেকনাফের হ্নীলা, সাবরাং, সেন্টমার্টিন, টেকনাফ ও হোয়াইক্যং। সূত্র জানিয়েছে, বিদ্যমান আইন অনুযায়ী দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান পদে দলীয় প্রতীক এবং সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে নির্দলীয় প্রতীকে ভোট হবে।