বরগুনায় নাশকতা সৃষ্টির প্রস্তুতির সময় আসামী গ্রেফতার ও ককটেল উদ্ধার
- আপডেট টাইম : ০৭:২৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
- / ১২২ ৫০০০.০ বার পাঠক
বরগুনা জেলার পুলিশ সুপার মোঃ আবদুস ছালাম এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে ২৯ অক্টোবর ২০২৩ খ্রি. গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা সদর থানার এসআই(নিঃ) মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় জনজীবন ও সরকারি ও ব্যাক্তিগত সম্পত্তির ক্ষতিসাধন করার প্রস্তুতির সময় বরগুনা সদর উপজেলার ০৮নং বরগুনা সদর ইউনিয়ন এর ০৬নং ওয়ার্ডস্থ ক্রোক অভিযান চালিয়ে অস্ত্রসস্ত্র সহ সেলিম মিয়া(৬২), পিতা- মৃত কাঞ্চন আলী, সাং-শিয়ালিয়া, আঃ মতিন জোমাদ্দার(৫৫) পিতা-মৃত রহম আলী জোমাদ্দার, সাং-হেউলিবুনিয়া, আলমগীর হোসেন (৬৩) পিতা- মৃত আঃ রব আকন, সাং- পিটিআই আদর্শ পাড়া, আবুল কালাম (৪৯), পিতা মৃত কাঞ্চন আলী, সাং-শিয়ালিয়া, মোস্তফা কামাল (৪২) পিতা- মৃত কাজী মেনাজ উদ্দিন, সাং ছোট তালতলী , সফিউদ্দিন মোল্লা(৬০) পিতা- মৃত রফিক উদ্দিন মোল্লা, সাং ঢলুয়া , খলিল মোল্লা(৬২) পিতা- মৃত আমিন উদ্দিন মোল্লা, সাং ঢলুয়া , ইসমাইল মুসুল্লি(৩৩) পিতা- মৃত আঃ রহিম সাং আমলকীতলা, আবু হানিফ আকন (৩৫), পিতা- মৃত কাজেম আলী আকন, সাং নলটোনা , আকবর হোসেন প্রিন্স(৩২), পিতা- মৃত সোহরাব হোসেন, সাং সদর রোড, কাঠপট্টি সর্ব থানা ও জেলা-বরগুনা’দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়। এই সময় তার কাছ থেকে ০৪ টি ককটেল, ১১ টি লাঠি ,২২ টি ইটের টুকরা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান বরগুনা সদর থানার অফিসার্স ইনচার্জ এ কে এম মিজানুর রহমান।