ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, সোমবার, ০৫ মে ২০২৫
সংবাদ শিরোনাম ::
নাসিরনগর সরকারি কলেজের ছাত্রদলের কমিটি গঠন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন কালিয়াকৈর কলেজ শাখার ছাত্রদলের নতুন কমিটি গঠনের লক্ষ্যে কর্মী সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত গাজীপুরে সাংবাদিক শাকিলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত মানবিক করিডর নিয়ে সরকার কোনো চুক্তি করেনি: খলিলুর রহমান রাষ্ট্রের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে মতৈক্যে পৌঁছানোর আহ্বান আলী রীয়াজের পশ্চিম লরেন্স রাস্তা পাকাকরার দাবিতে এলাকাবাসী মানবন্ধন পার- ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির ৭ নং ওয়ার্ড বিএনপি’র কর্মী সম্মেলন সংঘাত নয়, শান্তি চায় পাকিস্তান’ ৮ মাসে অর্ধশতাধিক নেতাকর্মীর মৃত্যু, দলীয় কোন্দল বাড়ছে বিএনপিতে?

ঘূর্ণিঝড় হামুন : বরিশালের ৩ জেলায় প্রথম আঘাত হানার আশঙ্কা

বরিশাল ব্যুরো:
  • আপডেট টাইম : ১১:৫৯:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩
  • / ২১৯ ১৫০০০.০ বার পাঠক

ঘূর্ণিঝড় হামুন বরিশাল বিভাগের উপকূলীয় তিনটি জেলায় প্রথম আঘাত হানতে পারে বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার শওকত আলী। মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুর ২টার দিকে সার্কিট হাউসে হামুন মোকাবিলায় প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন। সভায় ভার্চুয়ালি ৬ জেলা প্রশাসক যুক্ত ছিলেন।

শওকত আলী বলেন, ঘূর্ণিঝড় হামুনের গতিপথ বিশ্লেষণ করে আবহাওয়া অফিস যা ধারণা করছে তাতে ভোলা, পটুয়াখালী, বরগুনার ওপর প্রথম আঘাত হানবে। এরপর বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুরে এর প্রভাব পড়বে। আমরা ঘূর্ণিঝড় মোকাবিলায় বিভাগের সকল জেলায় পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র, মেডিকেল টিম, শুকনো খাবার, চাল, নগদ অর্থ ও ঝড় পরবর্তী উদ্ধার টিম প্রস্তুত রাখা রেখেছি।

বিভাগীয় কমিশনার জেলা প্রশাসকদের উদ্দেশ্যে বলেন, কোস্ট গার্ড, নৌ পুলিশ, ফায়ার সার্ভিস কাজে লাগিয়ে নদী থেকে নৌযান তীরে নিয়ে আসতে হবে। ঘূর্ণিঝড় মোকাবিলায় বরাদ্দের অর্থ ও খাদ্য প্রয়োজনে সব বিলিয়ে দিতে হবে। শেষ হয়ে গেলে দ্রুত জানাবেন।

শওকত আলী বলেন, এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য বলছে মঙ্গলবার রাত ১০টা থেকে বুধবার সকাল ১০টার মধ্যে আঘাত হানতে পারে হামুন। এজন্য সকল জেলার ঝূঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের রাত ৮টার মধ্যে আশ্রয়কেন্দ্রে নিতে হবে।

এদিকে সনাতন ধর্মাবলম্বীদের প্রতিমা বিসর্জনে আগে রাত ১০টায় সময় বেঁধে দেওয়া হলেও ঘূর্ণিঝড়ের কারণে তা কমিয়ে সন্ধ্যার মধ্যে বিসর্জন সম্পন্ন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। পটুয়াখালী জেলা প্রশাসককে দুর্যোগকাল মোকাবেলায় প্রয়োজনে সেনাবাহিনীর সহায়তা চাওয়ার জন্যও বলেন শওকত আলী।

সভায় স্থানীয় প্রশাসনের ঊর্ধতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ঘূর্ণিঝড় হামুন মোকাবিলায় বরিশাল জেলায় ৫৪১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। একই সঙ্গে ৬১টি মেডিকেল টিম ও ৩২২ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা সমন্বয় কমিটির সঙ্গে বৈঠক শেষে তিনি এসব তথ্য জানান।

জেলা প্রশাসক শহিদুল ইসলাম আরও জানান, দুর্যোগপরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ৯ লাখ ৩৬ হাজার নগদ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) বরিশালের উপ-পরিচালক শাহাবুদ্দিন মিয়া জানিয়েছেন, সংকেত বাড়ার সঙ্গে সঙ্গে সিপিপি কর্মীরা জনসচেতনতায় কাজ করে যাচ্ছেন। আমাদের বিভাগে ৩৩ হাজার ২৮০ জন কর্মী ইতোমধ্যে বিভিন্ন এলাকায় সর্তকীকরণ প্রচারণা চালাচ্ছেন।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ঘূর্ণিঝড় হামুন : বরিশালের ৩ জেলায় প্রথম আঘাত হানার আশঙ্কা

আপডেট টাইম : ১১:৫৯:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩

ঘূর্ণিঝড় হামুন বরিশাল বিভাগের উপকূলীয় তিনটি জেলায় প্রথম আঘাত হানতে পারে বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার শওকত আলী। মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুর ২টার দিকে সার্কিট হাউসে হামুন মোকাবিলায় প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন। সভায় ভার্চুয়ালি ৬ জেলা প্রশাসক যুক্ত ছিলেন।

শওকত আলী বলেন, ঘূর্ণিঝড় হামুনের গতিপথ বিশ্লেষণ করে আবহাওয়া অফিস যা ধারণা করছে তাতে ভোলা, পটুয়াখালী, বরগুনার ওপর প্রথম আঘাত হানবে। এরপর বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুরে এর প্রভাব পড়বে। আমরা ঘূর্ণিঝড় মোকাবিলায় বিভাগের সকল জেলায় পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র, মেডিকেল টিম, শুকনো খাবার, চাল, নগদ অর্থ ও ঝড় পরবর্তী উদ্ধার টিম প্রস্তুত রাখা রেখেছি।

বিভাগীয় কমিশনার জেলা প্রশাসকদের উদ্দেশ্যে বলেন, কোস্ট গার্ড, নৌ পুলিশ, ফায়ার সার্ভিস কাজে লাগিয়ে নদী থেকে নৌযান তীরে নিয়ে আসতে হবে। ঘূর্ণিঝড় মোকাবিলায় বরাদ্দের অর্থ ও খাদ্য প্রয়োজনে সব বিলিয়ে দিতে হবে। শেষ হয়ে গেলে দ্রুত জানাবেন।

শওকত আলী বলেন, এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য বলছে মঙ্গলবার রাত ১০টা থেকে বুধবার সকাল ১০টার মধ্যে আঘাত হানতে পারে হামুন। এজন্য সকল জেলার ঝূঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের রাত ৮টার মধ্যে আশ্রয়কেন্দ্রে নিতে হবে।

এদিকে সনাতন ধর্মাবলম্বীদের প্রতিমা বিসর্জনে আগে রাত ১০টায় সময় বেঁধে দেওয়া হলেও ঘূর্ণিঝড়ের কারণে তা কমিয়ে সন্ধ্যার মধ্যে বিসর্জন সম্পন্ন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। পটুয়াখালী জেলা প্রশাসককে দুর্যোগকাল মোকাবেলায় প্রয়োজনে সেনাবাহিনীর সহায়তা চাওয়ার জন্যও বলেন শওকত আলী।

সভায় স্থানীয় প্রশাসনের ঊর্ধতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ঘূর্ণিঝড় হামুন মোকাবিলায় বরিশাল জেলায় ৫৪১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। একই সঙ্গে ৬১টি মেডিকেল টিম ও ৩২২ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা সমন্বয় কমিটির সঙ্গে বৈঠক শেষে তিনি এসব তথ্য জানান।

জেলা প্রশাসক শহিদুল ইসলাম আরও জানান, দুর্যোগপরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ৯ লাখ ৩৬ হাজার নগদ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) বরিশালের উপ-পরিচালক শাহাবুদ্দিন মিয়া জানিয়েছেন, সংকেত বাড়ার সঙ্গে সঙ্গে সিপিপি কর্মীরা জনসচেতনতায় কাজ করে যাচ্ছেন। আমাদের বিভাগে ৩৩ হাজার ২৮০ জন কর্মী ইতোমধ্যে বিভিন্ন এলাকায় সর্তকীকরণ প্রচারণা চালাচ্ছেন।