ঢাকা ০৫:০০ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জ পৌর এলাকার গন্জেরহাটি গ্রামের সরকারি রাস্তা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রনব বনিকের দখলের চেষ্টা নরসিংদীতে বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে আহত সাংবাদিকদের সংবর্ধনা অনুষ্ঠান চট্টগ্রামে জনতা ব্যাংক সিবিএ নেতা আফসার আ.লীগের আমলে দাপট দেখিয়ে এখন বিএনপি নিয়োগ, বদলি, চাঁদাবাজি করে কামিয়েছেন টাকা মহারাষ্ট্রে ভূমিধস জয়ের পথে বিজেপি জোট, ঝাড়খণ্ডে ‘ইন্ডিয়া’ পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শিক্ষার্থীর মৃত্যু জুলাই বিপ্লবে আহত বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানের ছেলে মো. বাবুকে চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে থাইল্যান্ড আজমিরীগঞ্জে  বিয়ের ছয় মাস পর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা রায়পুরে দেশীয় শিল্প ও পণ্য মেলায় ভ্রাম্যমান আদালত, নগদ অর্থদণ্ড কালিয়াকৈরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উঠান বৈঠক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  মোংলায় জলবায়ু ন্যায্যতার গণসংলাপে বক্তারা : সুন্দরবন উপকূলীয় অঞ্চলের বাস্তুতন্ত্রের সুরক্ষা দিন

ঘূর্ণিঝড় হামুন : বরিশালের ৩ জেলায় প্রথম আঘাত হানার আশঙ্কা

বরিশাল ব্যুরো:
  • আপডেট টাইম : ১১:৫৯:০৪ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩
  • / ১৫৩ ৫০০০.০ বার পাঠক

ঘূর্ণিঝড় হামুন বরিশাল বিভাগের উপকূলীয় তিনটি জেলায় প্রথম আঘাত হানতে পারে বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার শওকত আলী। মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুর ২টার দিকে সার্কিট হাউসে হামুন মোকাবিলায় প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন। সভায় ভার্চুয়ালি ৬ জেলা প্রশাসক যুক্ত ছিলেন।

শওকত আলী বলেন, ঘূর্ণিঝড় হামুনের গতিপথ বিশ্লেষণ করে আবহাওয়া অফিস যা ধারণা করছে তাতে ভোলা, পটুয়াখালী, বরগুনার ওপর প্রথম আঘাত হানবে। এরপর বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুরে এর প্রভাব পড়বে। আমরা ঘূর্ণিঝড় মোকাবিলায় বিভাগের সকল জেলায় পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র, মেডিকেল টিম, শুকনো খাবার, চাল, নগদ অর্থ ও ঝড় পরবর্তী উদ্ধার টিম প্রস্তুত রাখা রেখেছি।

বিভাগীয় কমিশনার জেলা প্রশাসকদের উদ্দেশ্যে বলেন, কোস্ট গার্ড, নৌ পুলিশ, ফায়ার সার্ভিস কাজে লাগিয়ে নদী থেকে নৌযান তীরে নিয়ে আসতে হবে। ঘূর্ণিঝড় মোকাবিলায় বরাদ্দের অর্থ ও খাদ্য প্রয়োজনে সব বিলিয়ে দিতে হবে। শেষ হয়ে গেলে দ্রুত জানাবেন।

শওকত আলী বলেন, এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য বলছে মঙ্গলবার রাত ১০টা থেকে বুধবার সকাল ১০টার মধ্যে আঘাত হানতে পারে হামুন। এজন্য সকল জেলার ঝূঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের রাত ৮টার মধ্যে আশ্রয়কেন্দ্রে নিতে হবে।

এদিকে সনাতন ধর্মাবলম্বীদের প্রতিমা বিসর্জনে আগে রাত ১০টায় সময় বেঁধে দেওয়া হলেও ঘূর্ণিঝড়ের কারণে তা কমিয়ে সন্ধ্যার মধ্যে বিসর্জন সম্পন্ন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। পটুয়াখালী জেলা প্রশাসককে দুর্যোগকাল মোকাবেলায় প্রয়োজনে সেনাবাহিনীর সহায়তা চাওয়ার জন্যও বলেন শওকত আলী।

সভায় স্থানীয় প্রশাসনের ঊর্ধতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ঘূর্ণিঝড় হামুন মোকাবিলায় বরিশাল জেলায় ৫৪১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। একই সঙ্গে ৬১টি মেডিকেল টিম ও ৩২২ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা সমন্বয় কমিটির সঙ্গে বৈঠক শেষে তিনি এসব তথ্য জানান।

জেলা প্রশাসক শহিদুল ইসলাম আরও জানান, দুর্যোগপরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ৯ লাখ ৩৬ হাজার নগদ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) বরিশালের উপ-পরিচালক শাহাবুদ্দিন মিয়া জানিয়েছেন, সংকেত বাড়ার সঙ্গে সঙ্গে সিপিপি কর্মীরা জনসচেতনতায় কাজ করে যাচ্ছেন। আমাদের বিভাগে ৩৩ হাজার ২৮০ জন কর্মী ইতোমধ্যে বিভিন্ন এলাকায় সর্তকীকরণ প্রচারণা চালাচ্ছেন।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ঘূর্ণিঝড় হামুন : বরিশালের ৩ জেলায় প্রথম আঘাত হানার আশঙ্কা

আপডেট টাইম : ১১:৫৯:০৪ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩

ঘূর্ণিঝড় হামুন বরিশাল বিভাগের উপকূলীয় তিনটি জেলায় প্রথম আঘাত হানতে পারে বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার শওকত আলী। মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুর ২টার দিকে সার্কিট হাউসে হামুন মোকাবিলায় প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন। সভায় ভার্চুয়ালি ৬ জেলা প্রশাসক যুক্ত ছিলেন।

শওকত আলী বলেন, ঘূর্ণিঝড় হামুনের গতিপথ বিশ্লেষণ করে আবহাওয়া অফিস যা ধারণা করছে তাতে ভোলা, পটুয়াখালী, বরগুনার ওপর প্রথম আঘাত হানবে। এরপর বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুরে এর প্রভাব পড়বে। আমরা ঘূর্ণিঝড় মোকাবিলায় বিভাগের সকল জেলায় পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র, মেডিকেল টিম, শুকনো খাবার, চাল, নগদ অর্থ ও ঝড় পরবর্তী উদ্ধার টিম প্রস্তুত রাখা রেখেছি।

বিভাগীয় কমিশনার জেলা প্রশাসকদের উদ্দেশ্যে বলেন, কোস্ট গার্ড, নৌ পুলিশ, ফায়ার সার্ভিস কাজে লাগিয়ে নদী থেকে নৌযান তীরে নিয়ে আসতে হবে। ঘূর্ণিঝড় মোকাবিলায় বরাদ্দের অর্থ ও খাদ্য প্রয়োজনে সব বিলিয়ে দিতে হবে। শেষ হয়ে গেলে দ্রুত জানাবেন।

শওকত আলী বলেন, এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য বলছে মঙ্গলবার রাত ১০টা থেকে বুধবার সকাল ১০টার মধ্যে আঘাত হানতে পারে হামুন। এজন্য সকল জেলার ঝূঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের রাত ৮টার মধ্যে আশ্রয়কেন্দ্রে নিতে হবে।

এদিকে সনাতন ধর্মাবলম্বীদের প্রতিমা বিসর্জনে আগে রাত ১০টায় সময় বেঁধে দেওয়া হলেও ঘূর্ণিঝড়ের কারণে তা কমিয়ে সন্ধ্যার মধ্যে বিসর্জন সম্পন্ন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। পটুয়াখালী জেলা প্রশাসককে দুর্যোগকাল মোকাবেলায় প্রয়োজনে সেনাবাহিনীর সহায়তা চাওয়ার জন্যও বলেন শওকত আলী।

সভায় স্থানীয় প্রশাসনের ঊর্ধতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ঘূর্ণিঝড় হামুন মোকাবিলায় বরিশাল জেলায় ৫৪১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। একই সঙ্গে ৬১টি মেডিকেল টিম ও ৩২২ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা সমন্বয় কমিটির সঙ্গে বৈঠক শেষে তিনি এসব তথ্য জানান।

জেলা প্রশাসক শহিদুল ইসলাম আরও জানান, দুর্যোগপরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ৯ লাখ ৩৬ হাজার নগদ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) বরিশালের উপ-পরিচালক শাহাবুদ্দিন মিয়া জানিয়েছেন, সংকেত বাড়ার সঙ্গে সঙ্গে সিপিপি কর্মীরা জনসচেতনতায় কাজ করে যাচ্ছেন। আমাদের বিভাগে ৩৩ হাজার ২৮০ জন কর্মী ইতোমধ্যে বিভিন্ন এলাকায় সর্তকীকরণ প্রচারণা চালাচ্ছেন।