বিআরটিসির – জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৩ ইং – অনুষ্ঠানে সড়ক ও সেতু মন্ত্রী’র যোগদান সম্পন্ন হয়েছে
- আপডেট টাইম : ০৫:৪৮:১৫ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩
- / ২৩৬ ৫০০০.০ বার পাঠক
সূএ তথ্য মতে জানায় – “আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” – উক্ত প্রতিপাদ্যকে মেনে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৩ ইং উদযাপনে – ২২ শে অক্টোবর ২০২৩ ইং তারিখে – সড়ক ও সেতু মন্ত্রনালয় এঁর সকল কর্মকর্তা – কর্মচারিদের নিয়ে মিলনমেলা’র – আয়োজন করে – বিআরটিসি’র প্রধান কার্যালয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলো – সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, এমপি। বিশেষ অতিথি ছিলো – বেগম রওশন আরা মান্নান, এমপি, সভাপতি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় সম্পর্কিতো স্থায়ী কমিটি। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করে – এ বি এম আমিন উল্লাহ নুরী, সচিব সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। এছাড়াও উপস্থিত ছিলো – বিআরটিসির চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম, অতিরিক্ত সচিব সহ আরো অনেকে। দিবসটি উপলক্ষে -সচেতনামূলোক সেমিনার, আলোচনা, র্যালি করা সহ বিভিন্ন কর্মসূচি পালন করছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)। সকালে দোয়েল চত্ত্বর হতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি ‘র) প্রধান কার্যালয় সহ গাবতলী বাস ডিপোর কর্মকর্তা – কর্মচারীবৃন্দ র্যালিতে অংশগ্রহণ করে।