পশ্চিম বাংলা র বিধান সভার স্পিকার বিমান ব্যানার্জী র উপস্তিতে শারদীয়া ট্রাফিক সপ্তাহ চালু
- আপডেট টাইম : ০৮:৪৩:৪১ পূর্বাহ্ণ, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩
- / ১২৭ ৫০০০.০ বার পাঠক
পশ্চিম বাংলা র পুলিশের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর জেলা পুলিশের উদ্দোগে শারদীয়া ট্রাফিক সপ্তাহ চালু করা হয়েছে। এদিন পশ্চিম বাংলা র বিধান সভার স্পিকার বিমান ব্যানার্জী র উপস্তিতে এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন বারুইপুর জেলা পুলিশের সুপার শ্রী পলাশ চন্দ্র ঢালী আই পি এস এবং জেলা ট্রাফিক পুলিশের সুপার শ্রী সৌম্য শান্ত। এবং এই অনুষ্ঠানটি পরিচালনা করেন বারুইপুর জেলা পুলিশের বারুইপুর ট্রাফিক থানার আই সি খালেকুজ্জামান। সেই সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুর জেলা পুলিশের কর্মকর্তা শ্রী ইন্দ বরন ঝা আই পি এস এবং ইন্দ্র নীল স্যনাল ও অশিত বিশ্বাস ও বারুইপুর জেলা পুলিশের মহিলা পুলিশের আই সি শ্রীমতী কাকলী ঘোষ কুন্ড সহ অন্যান্য পুলিশ আধিকারিক। আগামী কয়েক দিন বাদে পশ্চিম বাংলা র বিভিন্ন যায়গায় সনাতন ধর্মের অনুসারীদের দেবী মাতা দুর্গা র আগমন করবে প্রতিটি মন্ডবে এবং ঘরে ঘরে।। ঘরতি পূজা এবং বারোয়ারি পূজা র জন্য রাস্তায় রাস্তায় যানজট তৈরি হবে। যাতে করে আম আদমি র দেবী দুর্গা দেখার অসুবিধা না হয় এবং রাস্তায় ট্রাফিক আইন ভঙ্গ না তা নিশ্চিত করতে এই পদক্ষেপ বারুইপুর জেলার পুলিশের পক্ষ থেকে। এর জন্য বারুইপুর জেলা পুলিশের প্রতিটি থানা এলাকায় পুলিশের কন্ট্রোল রুম খোলা থাকবে। যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করতে বারুইপুর জেলা পুলিশের সবধরনের ব্যাবস্থা করবে। পশ্চিম বাংলা সরকারের পক্ষ থেকে সবধরনের সহায়তা করবে বলে জানান পশ্চিম বাংলা র বিধান সভার স্পিকার এবং বারুইপুর এর বিধায়ক শ্রী বিমান ব্যানার্জী।।