দুর্গা পূজা র উপহার দিতে ডায়মন্ডহারবারে যুবরাজ অভিষেক ব্যানার্জী
- আপডেট টাইম : ০৫:২০:১৯ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩
- / ২১৯ ৫০০০.০ বার পাঠক
পশ্চিম বাংলা র দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত ডায়মন্ডহারবার মহাকুমার সরিষা এবং খাজের পোল এলাকায় দুর্গা পূজা র উপহার নিয়ে এলেন এম পি অভিষেক ব্যানার্জী। এদিন ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত সরিষা এবং খাজের পোল এলাকায় গরীব লোকদের জন্য দিলেন নতুন জামা কাপড় পরিধান। মেয়েদের কে দিলেন পূজা র শাড়ি। এবং গরীব মানুষের ছোট ছোট ছেলেদের হাতে তুলে দিলেন নতুন পূজা র জামা কাপড়। সেই সঙ্গে এবার দুর্গা পূজা র কমিটির সদস্যদের হাতে তুলে ধরেন পশ্চিম বাংলা র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া অর্থ। তিনি নিজের লোকসভা কেন্দ্রের বহু দুর্গা পূজা র আগাম উদ্বোধন করেন। এদিন দুপুর থেকে কড়া রোদে র মধ্যে একবার তাদের প্রিয় নেতা ও তাদের লোকসভা র এম পি অভিষেক ব্যানার্জী কে দেখার জন্য দাড়িয়ে থাকতে দেখা যায়। অবশেষে সফল হয় সাধারণ মানুষ। তৃনমূল দলের অন্যতম সাধারণ সম্পাদক ও ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের সদস্য তার নিরধারিত সফরে তিনি তার এলাকার মানুষের কাছে পৌঁছে যান। এবং তিনি বলেন পশ্চিম বাংলা র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে গন উন্নয়ন হচ্ছে তার সামিল হতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। এবার ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের বিভিন্ন যায়গায় উন্নয়নের লক্ষ্যে নিয়ে এগিয়ে চলেছে এবং আগামী দিনে তা চলবে বলে উল্লেখ করেন। তিনি নিজের কেন্দ্রের মানুষের মধ্যে দুর্গা পূজা র উপহার পৌঁছে দেওয়ার জন্য স্হানীয় তৃনমূল দলের নেতৃত্ব কে ধন্যবাদ জানান। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়মন্ডহারবার বিধান সভা কেন্দ্রের বিধায়ক শ্রী পান্নালাল হালদার এবং পশ্চিম বাংলা র তৃনমূল দলের শিক্ষা শেলের সভাপতি মইদুল ইসলাম ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পরিষদের সদস্য জাহাঙ্গীর খান। এছাড়াও উপস্তিত ছিলেন ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন যায়গায় থেকে আগত তৃনমূল দলের নেতৃত্ব।