কেন্দ্রীয় সরকারের শিক্ষা ও জনবিরোধী নীতির প্রতিবাদে জননেতা শওকত মোল্লা র নেতৃত্ব রাজভবন ঘেরাও
- আপডেট টাইম : ০৫:৪১:৫০ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩
- / ১৭৩ ৫০০০.০ বার পাঠক
আজ তৃনমূল দলের নেতৃত্বে কলকাতার রাজভবন ঘেরাও ডাক দেন তৃনমূল দলের অন্যতম সাধারণ সম্পাদক শ্রী অভিষেক ব্যানার্জী এম পি। আজ পশ্চিম বাংলা র বিভিন্ন যায়গা থেকে প্রায় লাখ মানুষের মহা মিছিল নিয়ে কলকাতার রাজভবন ঘেরাও করে। আজকের এই শহরের বিভিন্ন যায়গায় জানজটের সৃষ্টি হয়। বহু সংখ্যক মানুষের এই মহা মিছিলে অবরূদ্ধ হয়ে পড়ে কলকাতার এই বৃহত্তম নগরী। আজকের এই তৃনমূল দলের রাজভবন ঘেরাও কর্মসূচি পূর্ব ঘোষিত। কয়েকদিন আগে কেন্দ্রীয় সরকারের শিক্ষা নীতির প্রতিবাদে এবং পশ্চিম বাংলা র প্রতি বঞ্চনার বিরুদ্ধে এবং পশ্চিম বাংলা প্রাপ্ত টাকা আদায়ের জন্য দিল্লি র রাজপথে মিছিল বের করে। এবং পশ্চিম বাংলা র তৃনমূল দলের অন্যতম সাধারণ সম্পাদক ও এম পি অভিষেক ব্যানার্জী র নেতৃত্ব কৃষি ভবনে ধর্ণায় বসেন তৃনমূল দলের জাতীয় নেতৃত্ব। সেখানে ঘটনার স্থান থেকে অভিষেক ব্যানার্জী এম পি সহ আরো এম পি এবং পশ্চিম বাংলা র তৃনমূল দলের নেতৃত্ব এবং মন্ত্রী ও দলের বিধায়কদের দিল্লি পুলিশ গ্রেপ্তার করে। এই ঘটনার পর গতকাল পাহাড় থেকে সাগর পর্যন্ত তৃনমূল দলের নেতৃত্ব ও কর্মীরা পশ্চিম বাংলা র রাজপথে মিছিল ও বিক্ষোভ প্রদর্শন করে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকারের সরাস্ট্র মন্ত্রী অমিত শাহ এর কুশপুত্তলিকা দাহ করেন। এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। আজকের অভিষেক ব্যানার্জী এম পি র ডাকে পশ্চিম বাংলা র রাজ্যপাল পি সি আনন্দ এর রাজভবন ঘেরাও করে তৃনমূল দলের নেতৃত্ব। আজকের এই ঘেরাও অভিযানে অংশ নেন পশ্চিম বাংলা র তৃনমূল দলের অন্যতম সাধারণ সম্পাদক ও সুন্দর বন উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান বিধায়ক শওকত মোল্লা এবং মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা এবং ডায়মন্ডহারবার বিধান সভার বিধায়ক পান্নালাল হালদার এবং মন্ত্রী ফিরাদ ববি হাকিম ও শশী পাঁজা, এবং পশ্চিম বাংলা র তৃনমূল দলের নেতৃত্ব ছাড়া উপস্তিত ছিলেন পশ্চিম বাংলা র তৃনমূল দলের শিক্ষা শেলের সভাপতি মইদুল ইসলাম ও মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান শ্রী সব্যসাচী গায়েন এবং মানবেন্দ্র মন্ডল ও মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল দলের যুব সভাপতি ইমরান হাসান মোল্লা এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর সদস্য ও তৃনমূল দলের মাইনরিটি দলের সভাপতি তৌফিক আহমেদ মোল্লা এবং ক্যানিং পূর্বে র তৃনমূল দলের নেতা মোক্তার সেখ ও সাদিক লস্কর এবং সেকেন্দার সেখ । এবং ভাঙড় ব্লক উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান আরাবুল ইসলাম সহ বিভিন্ন জেলা থেকে আগত তৃনমূল দলের জেলা ও ব্লক নেতৃত্ব।।