কাশিমপুর থানা পুলিশের বিশেষ অভিযানে আটক-৪
- আপডেট টাইম : ১০:১৫:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩
- / ১৮৯ ৫০০০.০ বার পাঠক
কাশিমপুর থানা পুলিশ বিশেষ অভিধানে ৪ মাদক ব্যবসায়ী আটক।
কতকাল রাতে গাজীপুর মেট্রপলিটন কাশিমপুর থানা এলাকার বিভিন্ন যায়গা থেকে কাশিমপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ৪ মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়।
আটককৃতরা হচ্ছেন , ১। মোঃ কামাল হোসেন (৩৫), পিতা-মৃত
ইউসুফ আলী, মাতা-রুবিনা খাতুন, সাং-রাজাশান
(বিরোলিয়া রোড), থানা-সাভার, জেলা-ঢাকা,
এ/পি সাং-সারদাগঞ্জ (ভুইয়াপাড়া এ্যাড. আবুল
কালাম আজাদ এর বাড়ীর ভাড়াটিয়া), থানা-
কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর ।
২। মোঃ আল আমিন (২৫), পিতা-মোঃ
মফিজুল ইসলাম, মাতা-জাহানারা বেগম, সাং-
মহেশখালী, থানা-লালমোহন, জেলা-ভোলা,
এ/পি সাং-সারদাগঞ্জ ভুইয়াপাড়া (আজিজ এর
বাড়ীর ভাড়াটিয়া), থানা-কাশিমপুর, গাজীপুর
মহানগর, গাজীপুর ।
৩। শাহাদাত হোসেন (২২), পিতা-মৃত
শাহজাহান, মাতা-মোসাঃ নাজমা বেগম, সাং-
হাতিমারা (উত্তরপাড়া), থানা-কাশিমপুর,
গাজীপুর মহানগর, গাজীপুর।
মাদকের পরিমান
উদ্ধার-২৩(তেইশ) পিস ইয়াবা
ট্যাবলেট।
৪। রাফি হাসান রকিব (২৫), পিতা-মৃত হেলাল
উদ্দিন, মাতা-মৃত রেশমা বেগম, সাং-কাশিমপুর
নয়াপাড়া,থানা-কাশিমপুর, গাজীপুর মহানগর,
গাজীপুর।
উদ্ধার-৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা
ট্যাবলেট।
এবিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ রাফিউল করিম রাফি আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত মাদক ক্রয় বিক্রয় করে আসছিলেন।তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।ও।