রায়পুরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু
- আপডেট টাইম : ০৮:৩৪:২৬ পূর্বাহ্ণ, রবিবার, ১ অক্টোবর ২০২৩
- / ২২৮ ৫০০০.০ বার পাঠক
লক্ষ্মীপুরের রায়পুরে জমি নিয়ে বিরোধে বড় ভাইকে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাই দেলোয়ার হোসেন মৃধার (৪৫) বিরুদ্ধে। জানা গেছে রায়পুর থানায় ৯ জনকে বিবাদী করে একটি হত্যা মামলা দায়ের করে নিহতের স্ত্রী নাসিমা বেগম (৫০)। আগের দিন রাতে উপজেলার বামনী ইউনিয়নের শিবপুর গ্রামের কবিরহাটে এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. সাইফুল আলম মৃধা (৬০)। তিনি ওই কবিরহাটের মৃত সাইদুর রহমান মৃধার ছেলে। নিহত সাইফুল ঢাকায় ব্যবসা করতেন। নিহতের স্ত্রী নাসিমা বেগম বলেন, দীর্ঘদিন ধরে জমি নিয়ে সাইফুলের ছোট ভাই দেলোয়ারের সঙ্গে বিরোধ চলছিল। নারিকেলগাছ নিয়ে গতকাল কয়েক দফা দুই ভাইয়ের কথা-কাটাকাটি হয়। বিকেলে আসরের নামাজ পড়ে গাছের কাছে যান সাইফুল। এ সময় দেলোয়ার, তাঁর স্ত্রী নাজমুন নাহার (৩৫), শ্যালক আবু ছিদ্দিক রিপন (৪৮), সহযোগী আবু মুসা মোহন (৪০) ও শিমুল হোসেনসহ (৩০) প্রায় ১০-১২ জন হামলা চালায়। মারধর ও ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পারে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। এদিকে ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে বলে এলাকাবাসী জানা। রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সামছুল আরেফিন বলেন, ‘মামলা দায়েরের পর মিসু আক্তার নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আসামিদের ধরতে অভিযান চলছে।