নওগাঁর নিয়ামতপুরে স্থানীয় সরকার দিবস উপলক্ষে ৩দিন ব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন
- আপডেট টাইম : ১২:০৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬৯ ৫০০০.০ বার পাঠক
সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে স্থানীয় সরকার দিবস যথাযোগ্য মর্যাদায় স্থানীয় সরকার দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে তিনদিন ব্যাপি উন্নয়ন মেলার আয়োজন করা হয়। ১৭ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ স্থায়ী মঞ্চের সামনে এই উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ ও উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদ।
উন্নয়ন মেলা উদ্বোধনের প্রক্কালে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি সশেষে স্থায়ী মঞ্চে উদ্বোধনী সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা কৃষি অফিসার কামরুল হাসান, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, পল্লী বিদ্যূৎ সমিতি নিয়ামতপুর জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার মোছাদ্দেকুর রহমান, নিয়ামতপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নঈম, ভাবিচা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব ওবাইদুল হক, পাড়ইল ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দা।