রাণীশংকৈলে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ উন্নয়ন মেলার উদ্বোধন

- আপডেট টাইম : ১০:৩৪:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
- / ১৮৬ ১৫০০০.০ বার পাঠক
ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়, র্যালী শেষে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২ ঘটিকায় ইউএনও শাহরিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য ঠাকুরগাঁও – ৩ হাফিজ উদ্দিন আহমেদ,জেলা পরিষদ সদস্য আব্দুল বাতেন স্বপন, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, এ জেড সুলতান, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু তাহের,বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন , আবুল কালাম, আব্দুল বারী কাউন্সিল ইসাহাক আলী,প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক গণ প্রমুখ।
উল্লেখ্য যে, উপজেলার প্রতিটি ইউনিয়ন,পৌরসভা, উপজেলা প্রশাসনের মেলায় স্টল স্থাপন করা হয়।
এ সভায় স্থানীয় সরকারের বিভিন্ন উন্নয়নের বিষয়ে বক্তারা বক্তব্য রাখেন,
অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম।